মুজাম্মিল লতিফি :: বিবিএন প্রতিনিধি কাটিগড়া, কঙ্কাল বের করে চলাচলের অনুপযোগী হয়ে আছে শিলচর- কালাইন সড়ক। অনেক আন্দোলন, মিছিল মিটিং সহ স্বারকপত্র দিয়েও জন প্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরেও কাজ হয়নি। নিরুপায় হয়ে কাছাড়ের জেলাশাসককে অবগত করার পরও, যেই আর সেই। এখন আর এমন করে হবে না, তাই বাধ্য হয়ে আন্দোলনে যাবার হুশিয়ারি দিয়েছে অবিসা। আজ বরাক বাংলা নিউজ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে এই হুশিয়ারি দেন অবিসার মূখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বড়ভুইয়া। বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে বরাকের রাস্তার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আফসোস, কথা দিয়েও কথা রাখেন নি মন্ত্রী পরিমল। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি বলে ক্ষোভের সুরে বলেন বাহারুল। অবিসা রাজনৈতিক সংগঠন কি না? এই প্রশ্নের উত্তরে তিনি বলে দীর্ঘ নয় বছরের অধিক থেকে এই সংগঠন অন্যায়ের প্রতিবাদ ও বরাক উপত্যকাকে বৈষম্য করার প্রতিবাদ করে আসছে। সর্বক্ষেত্রে বরাককে বৈষম্যের চোখে দেখা হয় বলে অভিযোগ করেন। তিনি। এমনকি ব্রডগেজ ও মহাসড়ক নিয়ে দিল্লি যন্তর মন্তরে প্রতিবাদ করেছে অবিসা। বরাকে মিনি সচিবালয় নিয়ে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। আন্দোলনের ফসল হিসাবে ব্রডগেজ পেয়েছি, তবে সন্তোষজনক নয়। শিলচর গুয়াহাটি প্যাসেন্জার ট্রেনগুলো অতি নিম্ন মানের, যেটা দেশের কোথাও এমন নিম্নমানের নেই। তবে মহাসড়কের কাজের গুণগত মান নিয়ে উষ্মা ব্যক্ত করেন তিনি। হিন্দুস্তান পেপার মিলকে পুনরোজ্জীবিত করতে "পাচগ্রাম কাগজকল সুরক্ষা মঞ্চ" নামের একটি সংগঠনে হয়ে লড়াই করে যাচ্ছি বলে বরাক বাংলা নিউজের প্রতিনিধির কাছে খোলসা করেন তিনি। অবিলম্বে শিলচর কালাইন সড়কের হাল ফেরাতে আন্দোলনের পথ বেছে নিয়েছি বলে জানিয়েছেন বাহারুল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment