আল আমিন একাডেমিতে ফেইসবুক লেখকদের সভা - Barak Bangla News

Breaking

Oct 5, 2017

আল আমিন একাডেমিতে ফেইসবুক লেখকদের সভা



স্টাফ রিপোর্ট :: বিবিএন:বদরপুর,

   বরাক উপত্যকার এক সময়ের খ্যাতনামা লেখক প্রয়াত আবুল হুসেন মজুমদার। সাবেরী স্যার নামে পরিচিত। তাঁর অবর্তমানে কলমটাও অচল। তবে বাকিরা বসে থাকলে চলবে না, চালাতে হবে কলম। সোস্যাল মিডিয়ায় লেখা লেখি সমাজ গঠনে কম ভূমিকা রাখে না। তবে লেখাটা হতে হবে গঠনমূলক। করিমগঞ্জ বার লাইব্রেরির তরুণ আইনজীবী তুতিউর রহমান পাটিকরের আহ্বানে সাড়া দিয়ে আজ বদরপুর আল আমিন একাডেমিতে উপত্যকার তিন জেলার ফেসবুক জগতে লেখায় পারদর্শী তরুণ যুবকদল মিলিত হন। এতে বিভিন্ন বিষয়ের পাশাপাশি লিখাকে আরোও গঠনমৃলক করার পরামর্শ দেন তুতিউর। সাথে সাথে দিলেন মানবতার পাঠদান। সোস্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে,  সমাজ, জাতি ও দেশ গঠনে কিভাবে লেখাকে সমৃদ্ধশালী করতে হবে, এবিষয়ে নানা যুক্তি তুলে ধরেন তিনি। সাথে বাকীদেরও নানা অজানা প্রশ্নের উত্তর দেন তুতিউর। আগামী দিনে আরোও বড় ধরণের সভার আয়োজন করা হবে বলে আশ্বস্ত করেন রাকেশনগর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হিফজুর রহমান। মত বিনিময় সভায় মূখ্য আকর্ষক ছিলেন  প্যারাগণ এনজিওর  সাহাব উদ্দিন।

No comments: