স্টাফ রিপোর্ট :: বিবিএন,
গত বিধানসভা নির্বাচনের পর দলীয় সমাবেশে যোগ দিতে আগামীকাল শুক্রবার প্রথম বরাকে পা রাখবেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। সাথে রয়েছেন করিমগঞ্জের সাংসদ রাধ্যেশাম বিশ্বাস সহ আরোও কয়েকজন দলীয় বিধায়ক। ১৩ হইতে ১৭ অক্টোবর এই পাঁচদিন ব্যাপী উপত্যকার তিন জেলায় দলীয় কর্মীদের সাথে মত বিনিময় সমাবেশে অংশ নেবেন আজমল। নাগরিকপঞ্জী নবায়নে রাজ্য সরকারের টালবাহানা সহ ওআই ও এনওআই নিয়ে সরকারের বৈষম্যমূলক আচরণই হবে সমাবেশের মূল আলোচ্য বিষয়। এ ব্যাপারে বর্তমানে দলীয় ভূমিকা কি? এই অবস্থানও স্পষ্ট করবেন দল সুপ্রিমো আজমল। এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চালিয়ে যাওয়া হচ্ছে, তাহাও অবগত করানো হবে দলীয় কর্মীদের। সোনাই বিধানসভা সমষ্টির দক্ষিণ কৃষ্ণপুরে দলীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ঐদিন জুম্মার নামাজের পর কাটিগড়া মোহনপুর (টিকরপাড়ায়) দলীয় সভায় উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে বাশকান্দি মাদ্রাসায় মজলিসে শুরার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে আজমলের।
গত বিধানসভা নির্বাচনের পর দলীয় সমাবেশে যোগ দিতে আগামীকাল শুক্রবার প্রথম বরাকে পা রাখবেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। সাথে রয়েছেন করিমগঞ্জের সাংসদ রাধ্যেশাম বিশ্বাস সহ আরোও কয়েকজন দলীয় বিধায়ক। ১৩ হইতে ১৭ অক্টোবর এই পাঁচদিন ব্যাপী উপত্যকার তিন জেলায় দলীয় কর্মীদের সাথে মত বিনিময় সমাবেশে অংশ নেবেন আজমল। নাগরিকপঞ্জী নবায়নে রাজ্য সরকারের টালবাহানা সহ ওআই ও এনওআই নিয়ে সরকারের বৈষম্যমূলক আচরণই হবে সমাবেশের মূল আলোচ্য বিষয়। এ ব্যাপারে বর্তমানে দলীয় ভূমিকা কি? এই অবস্থানও স্পষ্ট করবেন দল সুপ্রিমো আজমল। এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চালিয়ে যাওয়া হচ্ছে, তাহাও অবগত করানো হবে দলীয় কর্মীদের। সোনাই বিধানসভা সমষ্টির দক্ষিণ কৃষ্ণপুরে দলীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ঐদিন জুম্মার নামাজের পর কাটিগড়া মোহনপুর (টিকরপাড়ায়) দলীয় সভায় উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে বাশকান্দি মাদ্রাসায় মজলিসে শুরার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে আজমলের।
No comments:
Post a Comment