নিজস্ব প্রতিনিধি :: বিবিএন,
একপশলা বৃষ্টি হতেই গ্রামীণ পূর্ত সড়কে চলাচল করা মুশকিল হয়ে দাড়ায়। মান্ধাতা আমলের মত এখনও রাস্তার হাল বেহাল। সাধারণ রাস্তার কথা বলে তো লাভ নেই । প্রযুক্তির এত উন্নতি হলেও রাস্তাঘাট গুলো সবদিনই প্রযুক্তির ছোয়া থেকে বঞ্ছিত । প্রয়োগিক ব্যার্থতায় ইঞ্জিনিয়ারিং ফরমুলা গুলো সব রাস্তার গর্তে পড়ে হাবুডুবু খায় । এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কায়স্থগ্রাম -ঘোঘরাকোণা গ্রামীণ পূর্ত সড়ক । শীঘ্রই রাস্তার হাল ফেরাতে বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসি।
একপশলা বৃষ্টি হতেই গ্রামীণ পূর্ত সড়কে চলাচল করা মুশকিল হয়ে দাড়ায়। মান্ধাতা আমলের মত এখনও রাস্তার হাল বেহাল। সাধারণ রাস্তার কথা বলে তো লাভ নেই । প্রযুক্তির এত উন্নতি হলেও রাস্তাঘাট গুলো সবদিনই প্রযুক্তির ছোয়া থেকে বঞ্ছিত । প্রয়োগিক ব্যার্থতায় ইঞ্জিনিয়ারিং ফরমুলা গুলো সব রাস্তার গর্তে পড়ে হাবুডুবু খায় । এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কায়স্থগ্রাম -ঘোঘরাকোণা গ্রামীণ পূর্ত সড়ক । শীঘ্রই রাস্তার হাল ফেরাতে বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসি।
No comments:
Post a Comment