BIG BREAKING:কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের ৩১ ডিসেম্বরের মধ্যে NRC-র খসড়া প্রকাশ করতেই হবে, - Barak Bangla News

Breaking

Nov 30, 2017

BIG BREAKING:কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের ৩১ ডিসেম্বরের মধ্যে NRC-র খসড়া প্রকাশ করতেই হবে,

ওয়েবডেস্ক: ৩১ ডিসেম্বরের মধ্যে NRC-র খসড়া প্রকাশ করতেই হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক NRC-র খসড়া তালিকা প্রকাশের জন্য  ৩১জুলাই পর্যন্ত সময়সীমা চেয়ে আবেদন করেছিল, সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত এ ব্যাপারে এক নির্দেশ জারি করে বলেছে, এ পর্যন্ত নাগরিকপঞ্জির খসড়া তালিকা তৈরির যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, তা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতেই হবে। সুপ্রিমকোর্টের এই রায়ে এনআরসির খসড়া তালিকা প্রকাশ নিয়ে সব অনিশ্চয়তার অন্ত হল।
বৃহস্পতিবার এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিমকোর্ট। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছু কারণ দর্শিয়ে নাগরিকপঞ্জির খসড়া তালিকা প্রকাশের জন্য আগামী বছরের ৩১জুলাই পর্যন্ত অতিরিক্র সময় চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে এই আবেদন সম্পর্কে চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালত এ ব্যাপারে সরকারি আইনজীবীর কাছে জানতে চায় যে ৩১ জুলাইর মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, তার কী নিশ্চয়তা রয়েছে। তখন সরকারি আইনজীবী জানান, সর্ব শক্তি দিয়ে কাজ চলছে। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা যাচ্ছে না। সরকারের এই যুক্তি খারিজ করে সুপ্রিমকোর্ট উষ্মা প্রকাশ করে বলে তিনবছর ধরে টালবাহানা চলছে। আদলত আর সময় দিতে পারবে না। তাই এ পর্যন্ত যতটুকু আবেদন পত্র পরীক্ষার কাজ শেষ হয়েছে, তা ৩১ডিসেম্বর যেন-তেন-প্রকারেণ প্রকাশ করতে হবে।
নয়াদিল্লি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বরাক উপত্যকা সহ অসমের ৮ জেলায় নাগরিকপঞ্জির কাজ অত্যন্ত মন্থরগতিতে চলছে। কারণ ওই জেলাগুলিতে প্রয়োজনের তুলনায় অনেক কম এনআরসি কর্মী কাজ করছেন। উল্লেখ্য, বুধবার প্রতীক হাজেলা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২ কোটি লোকের আবেদনপত্র পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।পাশাপাশি প্রায় ৩৮লাখ লোকের আবেদনপত্র পরীক্ষার কাজ শেষের পথে। অর্থাৎ ৩১ ডিসেম্বর প্রায় ২ কোটি ৩৮ লাখ লোকের আবেদনপত্র পরীক্ষার কাজ শেষ হবে। কিন্তু কত লোকের নাম খসড়ায় প্রকাশিত হবে সে নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাবে না। কারণ প্রতীক হাজেলার বক্তব্য মতে, যে ২ কোটি আবেদনপত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে, তার মধ্যে ১.৩০ কোটি লোক প্রকৃত ভারতীয়। ফলে খসড়া তালিকায় বিশাল সংখ্যক লোকের নাম যে বাদ পড়বে তা নিশ্চিত। এরকম প্রেক্ষাপটে রাজ্য সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তাই এখন দেখার বিষয়।
আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি গ্রহন করা হবে। এই সময়ের মধ্যে অবশিষ্ট প্রায় ১কোটি লোকের খসড়া তৈরির কাজ সম্পন্ন করতে আসু সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

No comments: