NRC: অসমে ১ কোটির অধিক লোকের নাগরিকপঞ্জির আবেদনপত্রে গড়মিল - Barak Bangla News

Breaking

Nov 30, 2017

NRC: অসমে ১ কোটির অধিক লোকের নাগরিকপঞ্জির আবেদনপত্রে গড়মিল

ওয়েবডেস্ক: রাজ্যে নাগরিকপঞ্জির খসড়া তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দিল সুপ্রিম কোর্ট। আগমী বছরের ৩১জুলাই নয়, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এনআরসির খসড়া তালিকা। কিন্তু প্রশ্ন হল, কত লোকের নাম স্থান পাবে খসড়া তালিকায়?
এই মুহূর্তে অসমের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লক্ষ। এই জন সংখ্যার প্রত্যেকেই নিজেকে ভারতীয় হিসেবে দাবি করছেন। কিন্তু সাধারণ মানুষের এই দাবি কতটুকু গ্রহণযোগ্য হবে অদূর ভবিষ্যতে? কারণ এনআরসি সম্পর্কিত যে সব তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে নিশ্চিত যে অসমের বৃহৎ সংখ্যক লোকের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ যাওয়া নিশ্চিত। আদালতে দেওয়া তথ্য মতে, ৪৭ লক্ষ লোকের ফেমিলি ট্রি বা বংশতালিকা মিলেনি। ব্যাপক গড়মিল রয়েছে ফেমিলি ট্রিতে। ২৭ লাখ লোক আবেদনপত্র দাখিল করেছেন পঞ্চায়েতের নথি দিয়ে। একইভাবে ৩৭ লাখ লোকের জমা দেওয়া নথি নিয়ে গড়মিল পাওয়া গেছে। অর্থাৎ ১কোটি ১১ লাখ লোকের আবেদনপত্র অশুদ্ধ। কার্যত রাজ্যের এক তৃতীয়াংশ মানুষের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। অবশ্য এই লোকেরা ফের শুদ্ধ আবেদনপত্র ও বৈধ নথিপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। সরকার সময় দেবে। কিন্তু তাতেও বৃহৎ সংখ্যক লোকের নাগরিকত্ব নিয়ে আগন্তুক দিনে যে প্রশ্ন উত্থাপিত হবে তা নিশ্চিত।

No comments: