বিবিএন প্রতিবেদন রাতাবাড়ি, ১৩ নভেম্বর : সারা দেশের সঙ্গে ৫৫৪ নং বালিরবন্দ প্রাথমিক বিদ্যালয় সহ রাতাবাড়ির বিভিন্ন বিদ্যালয়ে একই দিনে, একই সময় ও একই প্রশ্নপত্রের মাধ্যমে নির্বিগ্নে সম্পন্ন হলো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে এনসিইআরটি পরিচালিত ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (নাস)-২০১৭। রামকৃষ্ণনগর প্রাথমিক শিক্ষা খন্ডের আরও কয়েকটি বিদ্যালয়ের সঙ্গে বাছাইকৃত এই বিদ্যালয়টিতে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে জাতীয় স্তরের এই মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন করা হয় । পরীক্ষার দায়িত্বে থাকা ফিল্ড ইন্বেষ্টিগেটর অভিজিৎ নাথ ও প্রধান শিক্ষক অরিজিৎ সেনগুপ্তারা জানান তৃতীয় শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫ হলেও বিভাগীয় নিয়ম অনুযায়ী রেনডম বাছাই পদ্ধতি প্রয়োগ করে মোট ৩০ জন ও পঞ্চম শ্রেণীতে মোট ১৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় । পরীক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেক ফিল্ড ইন্বেষ্টিগেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমস্ত জেলা জুড়ে আজ বেলা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ও সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুই পর্বে চলা এই সমীক্ষা মূলক যাচাই পরীক্ষা সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্ভের দায়িত্ব প্রাপ্ত জেলা কো-অর্ডিনেটর তথা কালিগঞ্জ ডায়েটের অধ্যক্ষ শ্রী পি.আর নাথ, অধ্যাপক কানাইলাল দে ও অধ্যাপক তাজ উদ্দিন লস্কর ।
শিক্ষা সূত্রের খবর, রাজ্যে এই পরীক্ষার দায়িত্বে রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ডায়েট) এবং স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)। পুরো ব্যবস্থাটি দেখভাল করবে সর্বশিক্ষা মিশন। তথ্য মতে এর আগেও এই ধরনের সমীক্ষা হয়েছে। কিন্তু সেটা সব রাজ্যের প্রতিটি জেলা নিজেদের মতো করে করেছে। এ বারেই প্রথম একসঙ্গে সব রাজ্যে একই সময়ে একই প্রশ্নপত্রে এই পরীক্ষা হচ্ছে। ‘‘এটি আসলে কোনও পরীক্ষা নয়, এটা এক প্রকার সমীক্ষাই। এর ফলে বোঝা যাবে, কোন রাজ্যের কোন জেলায় মেধা কী রকম,’’ । ফলাফল স্কুলভিত্তিক না-হয়ে জেলা-ভিত্তিক হবে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য ও জেলা-ভিত্তিক রিপোর্ট তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। সেই রিপোর্ট পাওয়ার পরে শিক্ষা ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করবে মন্ত্রক। তবে সরকারি এই উদ্যোগের মধ্যে কিছু ফাঁকফোকর রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাংশ শিক্ষকদের অভিমত। কারণ জেলার প্রথম সারির স্কুলের প্রথম সারির পড়ুয়াদেরই বেছে নেওয়া হয়। তাই এ ভাবে সারা রাজ্যের তথা গোটা দেশের মেধা সমীক্ষা সম্পূর্ণ হতে পারে না বলে মনে করেন তাঁরা।
Nov 13, 2017

রাতাবাড়ির বিভিন্ন স্কুলে সম্পন্ন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment