ধুবড়ির জনসভায় হুংকার আজমলের, 'একজন ভারতীয়কে ও বিদেশী করলে পরিস্থিতি ভয়ংকর হবে' - Barak Bangla News

Breaking

Nov 19, 2017

ধুবড়ির জনসভায় হুংকার আজমলের, 'একজন ভারতীয়কে ও বিদেশী করলে পরিস্থিতি ভয়ংকর হবে'

নিজস্ব প্রতিনিধি, ধুবড়ি, ১৭ নভেম্বর: 'এন আর সি নিয়ে চলছে বিভিন্ন ষড়যন্ত্র, একজনও প্রকৃত নাগরিকের নাম বাদ দেওয়া যাবেনা। প্রয়োজনে জীবন প্রস্ত্তুত থাকবো। একজনেরও নাম বাদ পড়লে পরিস্থিতি ভয়ংকর হবে। ' বলেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল। কংগ্রেস আমল থেকে চলে আসা এনআরসির কাজ এখন পর্যন্ত শেষ হচ্ছেনা। বার বার তারিখ বদল করা হচ্ছে। এ নিয়ে বিশেষ করে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুরা শঙ্কিত। পঞ্চায়েত পত্র অবৈধ ঘোষণা পর থেকে রাজ্য এক আতঙ্কেরর সৃষ্টি হয়েছে। কংগ্রেস সরকারের আমলে এমন আতঙ্ক বিরাজ করেনি। এই আতঙ্ককে দূর করতে সমস্ত আসামে এক অভিযান চালিয়ে যাচ্ছে এআইইউডিএফ। দক্ষিণ আসামের পর এবার অভিযান চলছে নিম্ন আসামে। আজ ধুবড়িতে এআইইউডিএফের ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ মওলান বদরুদ্দিন আজমল। এআইইউডিএফ প্রধানকে কাছে পেয়ে অনেকটা সাহস পান শঙ্কিত জনতা। মওলানা বদরুদ্দিন আজমল বক্তব্যের শুরুতে বলেন, আজ বড় আন্দিত। এআইইউডিএফের উপর জনগণের এখনও আস্থা আজ এই জনসভা তার প্রমাণ, বিরোধীরা প্রচার করছে আমাদের গ্রহণযোগ্যতা রাজ্যে কমে যাচ্ছে। আরও বলেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা ভারতীয় ছিলাম, আছি আর ভারতে থাকবো। কোন শক্তি আমাদেরকে বিদেশি নাগরিক বানাতেপারবে না। আর কোনো ভারতীয়কে বিদেশি বানাতে দেবো না। প্রয়োজনে শেষ রক্ত বিন্দু দিতেও প্রস্ত্তুত। সভা শেষে সাংবাদিকদের মুখামুখি হয়ে বদরুদ্দিন আজমল জমিয়ত উলামা ই হিন্দের সভাপতি সৈয়দ আর্শদ মদনীর বক্তব্যের বিরোধীতা করে বলেন, এ সময় এধরণের বক্তব্য রাখা উচিত হয়নি মাদানীর।

No comments: