ওয়েবডেস্ক, ১৭নভেম্বর: মৌলানা মাদানির বক্তব্য বিকৃত করে প্রচার করে আসামে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে অসমিয়া সংবাদ মাধ্যম। কিছু হলুদ মিডিয়ার প্ররোচনায় সারা অসমে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর এবার চাপে পড়ে তৎপর হল অসম পুলিশ। অসমের ছয় বুদ্ধিজীবী সহ মাদানির বিরুদ্ধে অসমের বিভিন্ন থানায় ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার অসম পুলিশ জ্যেষ্ঠ সাংবাদিক মনজিৎ মহন্ত ও ডঃ অপূর্ব বরাকে দীর্ঘ সময় জেরা করে। এদিকে, অসম পুলিশের বিশেষ শাখার প্রধান কুলধর শইকিয়া সাংবাদিকদের জানান, অসম পুলিশের একটি দল ইতিমধ্যে নয়াদিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ওখানে ডঃ হীরেন গোহাই ও জমিয়ত নেতা আর্শাদ মাদানিকে জিজ্ঞাসাবাদ করবে।
উল্লেখ্য, দিন চারেক আগে ‘দিল্লি অ্যাকশন কমিটি ফর অসম’ সংস্থার পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ওই আলোচনা সভার পর সাংবাদিকদের সঙে মতবিনিময়ের সময় আর্শাদ মাদানি জানান, অসমে ৫০ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম এনআরসি থেকে বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে সরকার। আর এমনটা হলে ৫০ লক্ষ মানুষ বসে থাকবেন না। তারা হয় মরবেন নইলে মারবেন। আর্শাদ মাদানির এই মন্তব্যে বিকৃত করে প্রচার করার পরিপ্রেক্ষিতে অসমে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানে স্থানে মানুষ বিক্ষোভ দেখান। কুশপুতুল দাহ করেন। ইতিমধ্যে মাদানির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে।
No comments:
Post a Comment