কলকাতা : কলকাতা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে রাজ্য সরকার ইন্ডিয়ান পোল্ট্রি ফাউন্ডেশনকে আজ এক নির্দেশ জারি করে প্রত্যেক ডিমের দাম ৬ টাকাতে বেঁধে রাখতে অনুরোধ করেছে |
একথা জানিয়ে আজ এক সরকারি মুখপাত্র বলেন যে, সম্প্রতি এমন কোনও ঘটনা ঘটেনি যার ফলে ডিমের দাম হঠাত্ করে এত বেড়ে যেতে পারে| তিনি রাজ্যের এক শ্রেনীর কালোবাজারী এবং মজুতদারকে এই অবস্থার জন্য দায়ী করে বলেন যে সরকার সব দিকেই নজর রাখছেন এবং দ্রুত ডিমের দাম ৭ টাকা থেকে কমানো না হলে তার জন্য যা যা করার তাই করা হবে |
তিনি আরও বলেন, যে কোনও কারণেই হোক এই বছরে রাজ্যের মধ্যে ডিমের উত্পাদন সঠিক মাত্রায় হয়নি, এবং তার ফলে রাজ্যের দৈনিক চাহিদার প্রায় ৫ লক্ষ ডিম প্রতিদিন যোগান দেওয়া যাচ্ছে না | কিন্তু যেহেতু অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গ ও ডিম আমদানির জন্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ওপর নির্ভরশীল | সেখান থেকে সরবরাহের কিছু অসুবিধা হলে তার প্রভাব পরে এই রাজ্যেও | হয় তো সেই কারনেই এ রাজ্যে এবার ডিমের ঘাটতি দেখা দিয়েছে , সরকারি মুখপাত্রটি বলেন |
ইতিমধ্যে, রাজ্য সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করে রাজ্যের ডিম ব্যবসায়ীদের একাংশ হিন্দুস্থান সমাচার কে আজ বলেন যে, অতি সম্প্রতি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে আসা ডিমের সংখ্যা অনেক কমে গিয়েছে, এবং তা ছাড়া যা আসছে তার দাম ও অত্তাধিক বেশি | উদাহরণ স্বরূপ তারা বলেন যে আগে তারা যে ডিম কিনতেন ৪ টাকা থেকে ৪.৫০ দরে, সেটাই এখন কিনতে হচ্ছে ৬.৫০ থেকে ৬.৭৫ দরে | তার ফলে ৭ টাকার নিচে আর ডিম বেচা যাচ্ছে না | কিন্তু এর পরে ও যদি সরকার আমাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেন তাহলে আমাদের দোকান বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না | তারা বলেন এবং আশা করেন যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে সরবরাহ স্বাভাবিক হলে এই রাজ্যেও দ্রুত তার প্রভাব পরবে |
No comments:
Post a Comment