ওয়েবডেস্ক: তিনসুকিয়ার অসম-অরুণাচল সীমান্তের মার্ঘেরিটা এলাকায় একটি মাইনিং কোম্পানিতে মঙ্গলবার রাতে হামলা চালায় NSCN জঙ্গিরা। এতে কোম্পানির এক কর্মী আহত হয়েছেন। জঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে পাচটি বাহন। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে ২০-২৫জনের NSCN জঙ্গিদের একটি দল ANE মাইনিং কোম্পানিতে হানা দেয়। নির্বিচারে জঙ্গিরা গুলি চালায়। এরপর কোম্পানির তিনটি মার্সিডিজ ডাম্পার গাড়ি সহ পাঁচটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সংস্থার সমর দাস নাম এক কর্মীকে প্রচণ্ড মারপিট করে। প্রায় এক ঘণ্টা সময় ধরে তাণ্ডব চালিয়ে জঙ্গলে গা ডাকা দেয় জঙ্গিরা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবাহিনীর বিশাল দল। শুরু হয়েছে জঙ্গি বিরোধী অভিযান।
প্রাপ্ত খবরে জানা গেছে, প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কোম্পানিটির। বর্তমানে গোটা এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী মার্ঘেরিটায় রয়েছে অসম কোল ফিল্ড। এই অঞ্চলে সমানে রয়েছে NSCN জঙ্গিদের দাপট। ফলে কয়লা ব্যবসায়ীদের প্রায়ই জঙ্গিদের রোষে পড়তে হয়।
No comments:
Post a Comment