শিলচর-হাফলং জাতীয় সড়কের , ২৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু - Barak Bangla News

Breaking

Nov 29, 2017

শিলচর-হাফলং জাতীয় সড়কের , ২৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু

হাফলং: ছাত্র সংগঠন এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের চাপে এবার শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারে হাত দিল নাহাই। কিন্তু তার পরও কি রাস্তা সংস্কার হবে? পাহাড়ি জেলার মানুষের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।
তার আগেও একবার ওই রাস্তা সংস্কার করার জন্য এইচসিসি কনস্ট্রাকশন কোম্পানিকে কাজের বরাত দিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্ত সে সময় এইচসিসি-র কাছ থেকে আনকোরা এক ঠিকাদার ঠিকাভিত্তিক রাস্তা সংস্কারের কাজ হাতে নিলেও শুধু হারাঙ্গাজাও-জাটিঙ্গা অংশে কয়েকটি বড় বড় গর্ত ভরাট করেই হাত গুটিয়ে নেয়।
এদিকে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম সম্প্রতি ডিমা হাসাওয়ের জেলাশাসক দেবজ্যোতি হাজরিকার সঙ্গে সাক্ষাৎ করে নাহাই-এর বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানোর দু-দিন পরই দিল্লি থেকে নাহাই-এর জেনারেল ম্যানেজার রাজ চক্রবর্তী ডিমা হাসাও জেলায় এসে ছাত্র সংগঠন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সঙ্গে বৈঠক করে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের কাজ দু-একদিনের মধ্যে শুরু করার আশ্বাস দেন। এর পর আজ থেকে রাস্তার ওই অংশ সংস্কারে হাত দিয়েছে নাহাই। তবে কিছু দালালচক্র সক্রিয় থাকায় রাস্তা সংস্কার কতটুকু এগোবে এ নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। কারণ কিছু দালালচক্র ওই রাস্তা সংস্কারে নাক গলাচ্ছ বলে এক বিশেষ সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে রাস্তা সংস্কারের বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থার পক্ষ থেকে ওই দালালচক্র সাব-কন্ট্রাক্টে নেওয়ার চেষ্টা করছে। এদিকে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে রাস্তার কোনও অস্তিত্ব নেই। সম্পূর্ণ বেহাল রাস্তা, সেতু এবং স্থানে স্থানে কালভার্ট। এই অবস্থায় রাস্তা সংস্কার শুধু বড় বড় গর্ত ভরাট করেই শেষ নয়। বেহাল সেতুগুলি সচল করে তুলতে হবে, নতুন করে কালভার্ট নির্মাণ করতে হবে। তাই রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার কাজে কোনও গাফলাতি হলে যে এবার পাহাড়বাসীর রোষের মুখে পড়বে নাহাই ও রাস্তা সংস্কারের বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থা তা একপ্রকার নিশ্চিত, বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তাঁদের যুক্তি, দীর্ঘদিন থেকে ৫৪ নম্বর জাতীয় সড়কের এই বেহাল দশায় নরক যন্ত্রণায় ভুগছেন অসমের অন্যতম এই পাহাড়ি জেলার মানুষ। তাই এই শুকনোর মরশুমে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে আগামী বর্ষায় আবার নরক যন্ত্রণায় ভুগতে হবে এ অঞ্চলের মানুষকে।

No comments: