ওয়েবডেস্ক: বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি করিমগঞ্জ শহরের চরবাজার এলাকায়। যে স্থানে আগুন লেগেছিল, সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি সময় মতো পৌছাতে পারেনি। আর এরজন্য উত্তেজিত জনতা রাস্তার পাশে বেদখল করে থাকা একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনীকে মাঠে নামতে হয়।
ঘটনা সম্পর্কে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর করিমগঞ্জ শহরের চরবাজার এলাকায় শুটকিপট্টিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। কিন্তু বাসনপট্টি এলাকায় একাংশ দোকান রাস্তার উপর বসায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে অনেক বিলম্ব হয়। ফলে একে একে দশটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ, রাস্তা বেদখল করে একাংশ লোক দোকান-পাট তৈরি করেছে। তাই রাস্তা ছোট হয়ে গেছে। ফায়ার ব্রিগেডের গাড়ি আসলেও ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে পারেনি। তাই উত্তেজিত জনতা বেশ কয়েকটি দোকান-পাটে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়।
No comments:
Post a Comment