মোকতার হোসেন মন্ডল, কলকাতা: বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে ৬ ডিসেম্বর কলকাতায় সমাবেশ করতে যাচ্ছে দলিত ও মুসলিম সংগঠনগুলি।জানা গেছে,একাধিক মানবাধিকার সংগঠনকেউ পথে নামাচ্ছে সংখ্যালঘুরা। বাবরি মসজিদ পুনর্গঠনের দাবি করলেও বাংলায় বিজেপি ও সংঘ পরিবারের উত্থান রুখতেই দলিত সংখ্যালঘুরা সমাবেশের ঘোষণা দিয়েছে বলে খবর। সাম্য শান্তি সম্প্রীতি মঞ্চের ডাকে আয়োজিত ওই সভায় ব্যাপক জনসমাগম করার দিকে নজর দিচ্ছে মঞ্চটি।সংগঠনটির সভাপতি দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস জানান,বাবরি মসজিদ পুনঃনির্মানের দাবি, ড. আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও তাজমহল নিয়ে চক্রান্তের বিরোধিতা করতে আমরা ৬ ডিসেম্বর রানী রাসমণিতে মহা সমাবেশ করছি। কেননা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিজেপি ও সংঘ পরিবারের উত্থান; আর ২০১৭ সালের ৬ ডিসেম্বর বাংলা থেকে তাদের পতনের সূচনা হবে।এই সভায় বাংলার প্রায় সকল মুসলিম ও দলিত সংগঠনের নেতাদের ডাকা
হয়েছে।” জানা গেছে দলিত মুসলিম ছাড়াও বৌদ্ধ,আদিবাসী,সাঁওতাল সহ নাগরিক সমাজের বহু মানুষ সভায় আসতে পারেন। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন,”বাবরি মসজিদ ধ্বংসের দিনটি ভারতের ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। এখনও দোষীরা শাস্তি পায়নি। একটা জাতির মনে আঘাত দিতেই এই পরিকল্পনা। বাংলার সচেতন নাগরিক বরাবরই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।আগামী ৬ ডিসেম্বরও পথে নামবে।” আয়োজকরা জানিয়েছেন,ধর্মতলার রানীরাসমণির অনুষ্ঠানে থাকার কথা কবি শঙ্খ ঘোষ, ড:বিনায়ক সেন,মনোরঞ্জন ব্যাপারী, স্বপ্নময় চক্রবর্তী,সৌমিত্র দস্তিদার, শরদিন্দু বিশ্বাস ছাড়াও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান, সুন্নত অল জামায়াতের মুফতি আব্দুল মতিন, জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মুহাম্মাদ নুরুদ্দিনকেউ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও অসিতবরন রায়,অজিত হেমব্রম, লোক কবি উত্তম সরকার,বৌদ্ধ নেতা হেমিন্দুবিকাশ চৌধুরী,খ্রিস্টান নেতা হরোদ মল্লিক,শিখ নেতা সুখনন্দন সিং আলুওয়ালিয়া সহ এক গুচ্ছ লেখক বুদ্ধিজীবী ও সংখ্যালঘু দলিত নেতা উপস্থিত থাকবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment