গুজরাতের মুখ্যমন্ত্রীর বাইক র‍্যালি, জোটেনি ১০০টিও লোক - Barak Bangla News

Breaking

Dec 2, 2017

গুজরাতের মুখ্যমন্ত্রীর বাইক র‍্যালি, জোটেনি ১০০টিও লোক

barak bangla news
গুজরাত বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে সবগুলি দলই জোর প্রচার চালাচ্ছে। কিন্তু বিজেপির প্রচারে সাধারণ মানুষের অনুপস্থিতির হার দিনের পর দিন কমেই চলেছে। সম্প্রতি একটি বাইক র‍্যালির আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। কিন্তু এই র‍্যালি ব্যর্থ হওয়ার পাশাপাশি হাসির খোরাকেও পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বাইক র‍্যালিতে ১০০ জন লোকও জোগাড় করতে পারেনি বিজেপি। এইবার এই বাইক র‍্যালির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আম আদমি পার্টির (আপ) প্রাক্তন নেতা ও প্রবীন আইনজীবী প্রশান্ত ভূষণ নিজেও এই ভিডিয়ো শেয়ার করেছেন। সোশ্যাল সাইটে বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, “গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির রাজকোটে আয়োজিত স্কুটার র‍্যলি। আমরা এই র‍্যালি দেখেই বুঝতে পারছি যে, তিনি কেন বলেছিলেন বিজেপির অবস্থা খারাপ।’
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূজ র‍্যালিতে খালি পড়ে থাকা চেয়ারের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এই জনসভায় ভিড় না হওয়ায় কারনে প্রায় ২ ঘন্টা পর নিজের বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী।

No comments: