কেন্দ্রীয় যুব আহলে সুন্নতের সম্মেলন অনুষ্ঠিত  মাদ্রাসা শিক্ষা নিয়ে সচেতন ভাবে উদাসীন সরকারঃ ড. মিজাজুর - Barak Bangla News

Breaking

Feb 11, 2018

কেন্দ্রীয় যুব আহলে সুন্নতের সম্মেলন অনুষ্ঠিত  মাদ্রাসা শিক্ষা নিয়ে সচেতন ভাবে উদাসীন সরকারঃ ড. মিজাজুর

বরাক বাংলা নিউজ প্রতিনিধি, নিলামবাজার, ১১ই ফেব্রুয়ারিঃ রাজ্যের মাদ্রাসা শিক্ষা সংকটে। সরকার সচেতন ভাবেই উদাসীন মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে। ফলে যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে না মাদ্রাসা শিক্ষার। সিলেবাস সংস্কার  নিয়ে কোনো আন্তরিক উদ্যোগ নেই এই সরকারের।
কেন্দ্রীয় যুব আহলে সুন্নতের বাৎসরিক সম্মেলন ও আইটিএসটি পরীক্ষা ২০১৭ সনের পুরস্কার বিতরণী সভায়   উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মিজাজুর রহমান তালুকদার। তিনি আরো বলেন, সরকারী মাদ্রাসা নয় বরং বেসরকারি মাদ্রাসার প্রতি গুরুত্ব দিতে হবে। সরকারের দিকে চেয়ে থাকলে চলবে না। বেসরকারি মাদ্রাসা গুলোকে উন্নত করতে হবে।  মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে মাদ্রাসা শিক্ষাই যথেষ্ট। সময়োপযোগী  সিলেবাস প্রবর্তন সহ আধুনিক শিক্ষাদানের মাধ্যমে    বেসরকারি মাদ্রাসা গুলোকে পরিচালনা করার আহবান জানান তিনি।
যুব আহলে সুন্নতের মূখ্য উপদেষ্টা হজরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদারের পৌরহিত্যে অনুষ্ঠিত  সম্মেলনে বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, যুবকরাই পারে একটি সুষ্ঠ সমাজ গঠন করতে। এ জন্য যুবকদের সহিষ্ণু হতে হবে। উদারতা দেখাতে হবে। মানুষের দোয়ারে দোয়ারে দ্বীনের দাওত নিয়ে যেতে হবে। তবেই একটি সুষ্ঠ যুব সমাজ গঠন করতে পারবে। অন্যথায় এ জাতি বাইরে তো দুর্বল হচ্ছেই, ভিতর টাও শেষ হয়ে যাবে। আল্লামা ফুলতলী রহঃ এর সুযোগ্য এই নাতি গদি দখলের উদ্দেশ্যে সংগঠন করতে বারং করেন। বরং আন্তরিকতার সহিত কাজ করে যাওয়ার আহবান জানান তিনি। বলেন, সম্মানী হওয়ার চেষ্টা করবেন না। সমাজে অবহেলিত হবেন। বরং কাজ করুন, সমাজ এমনিতেই আপনাকে সম্মান জানাবে।
এছাড়াও বক্তব্য রাখেন, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের সাধারণ সম্পাদক তথা প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুল জলিল নিজামী, ত্রিপুরার সাবেক মহকুমাশাসক জনাব কুতুব আলী, ভারত লতিফিয়া দ্বারুল ক্বিরাত সমিতির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ মদনী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আজিজুর রহমান তালুকদার, বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক কণ্ঠশিল্পী সাহিদ আহমদ,   যুব আহলে সুন্নতের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান তালুকদার, বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলিম উদ্দিন প্রমুখ।
বাহাদুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙণে আয়োজিত আজকের এই সম্মেলনের প্রথম অধিবেশনের  শুরু হয় সকাল দশটায়। আহলে সুন্নতের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া মহফিলে ক্বিরাত, হামদ ও নাত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তজমুল হক মজুমদার। এসময় সাংগঠনিক বক্তব্য রাখেন যুব আহলে সুন্নতের বিভিন্ন স্তরের কর্মীরা। জোহরের নামাজের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। তখন বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এদিকে যুব আহলে সুন্নত কর্তৃক আয়োজিত ২০১৭ সালের ইসলামি মেধাযাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জন কারীদের মধ্যে এদিন প্রায় এক লাখ টাকা আর্থিক পুরস্কার সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। যুব আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ ও মাওলানা ছালিক আহমদ লতিফির যৌথ পরিচালনায় চলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব আহলে সুন্নতের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জাকির হুসেন, হাইলাকান্দি জেলা  সভাপতি দিলোয়ার হুসেন, সম্পাদক ফারুক আহমদ, করিমগঞ্জ জেলা সভাপতি মাওলানা সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক ফখর উদ্দিন, ওলিউল্লাহ আহমদ তালুকদার, ফারুক আহমদ, প্রমুখ।

No comments: