বরাক বাংলা নিউজ, আলগাপুর, ৮ ফেব্রুয়ারী: রাজ্যের বনমন্ত্রী প্রমিলা রানী ভ্রম্ম এবং আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন আলগাপুর সমষ্টির অনুকূল নগরের জনগন। স্বাধীনতার পর থেকে অনেক প্রতিনিধি নির্বাচিত হলেও আলগাপুর সমষ্টিতে বসবাসকারী এসসি ও এসটি সম্প্রদায়ের মানুষের হয়ে কেউ কোনদিন কথা বলেনি। বিধায়ক প্রথমবারের জন্য বিধানসভায় পা রাখলেও তার আলগাপুর সমষ্টির জন্য সমাজসেবামূলক কাজকর্ম দেখে খুশী সমাজের প্রত্যেকস্তরের জনগণ। গোটা আসামের ১২৬ জন বিধায়ককে টপকে ফেলে বিধায়ক নিজাম রাজ্যের শ্রেষ্ঠ কর্মতৎপর বিধায়কের শিরোপা লাভ করতে সক্ষম হচ্ছেন। বারকয়েক তিনি রাজ্যের বনমন্ত্রী প্রমিলা রানির দ্বারস্থ হলেও এবার অবশ্য বনমন্ত্রী তাকে ফিরিয়ে দেননি। দিনকয়েক পূর্বে বনমন্ত্রী প্রমিলা রাণী ব্রম্ম বরাক সফরে আসলে আলগাপুর সমষ্টির বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর সমষ্টি উন্নয়নের তৎপরতা দেখে চলতি বাজেট অধিবেশনে শুধু আলগাপুর সমষ্টির তপসিলি সম্প্রদায়ের জন্য স্পেশাল প্যাকেজ ষাট লক্ষ টাকা বরাদ্দ করেন। তা এবর বিধায়ক নিজাম তার উপযুক্ত পুরস্কার পেলেন রাজ্যের বনমন্ত্রী মহোদয়ার কাছ থেকে। মন্ত্রী মহোদয়া কিছু দিন পূর্বে বরাক সফরে এসে বিধায়ক নিজাম উদ্দিন এর কাজ দেখে সন্তুষ্ট হয়ে এবার বাজেট অধিবেশনে শুধু আলগাপুর সমষ্টির তপসিলি সম্প্রদায়ের জন্য স্পেশাল প্যাকেজ ষাট লক্ষ টাকা বরাদ্দ করেন। যা ফরেস্ট বিভাগ থেকে শুধু এসসি এসটি সম্প্রদায়ের উন্নয়নের জন্য খরচ করা হয়। বিধায়ক নিজাম এই ফান্ড পেয়ে সঙ্গে সঙ্গে তার সমষ্টির অনুকূল নগর অঞ্চলের যে এরিয়াতে 90 শতাংশের দেশী সম্প্রদায়ের লোকের বসবাস সেই অঞ্চলের যাতায়াতের রাস্তা উন্নয়ন এর জন্য ঘোষনা করেন। সঙ্গে সঙ্গে এই খবর ঐ অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায়। এই খুশির খবর পেয়ে অনুকূল নগরের জনগন বেজায় খুশি হয়ে বিধায়ক নিজাম ও বনমন্ত্রীকে সাধুবাদ জানান। তারা সংবাদ মাধ্যমকে জানান, তাদের বিশ্বাস ছিল যে একমাত্র বিধায়ক নিজাম তাদের এতোদিনের চলাচলের দুরবস্থার সমস্যা সমাধান করবেন। তা আজ বাস্তবে রূপায়িত হল। এদিকে বিধায়ক নিজাম বলেন, তিনি সবসময় তপসিলি সম্প্রদায়ের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন বলে বরাক বাংলা নিউজকে জানান।
No comments:
Post a Comment