‌খাবেন নাকি ‘‌মোদি পকোড়া’, কোথায় পাওয়া যাচ্ছে জানতে ক্লিক করুন - Barak Bangla News

Breaking

Feb 5, 2018

‌খাবেন নাকি ‘‌মোদি পকোড়া’, কোথায় পাওয়া যাচ্ছে জানতে ক্লিক করুন

ওয়েবডেস্ক:‌ ‘‌পকোড়া’‌ বিক্রি করাও‌ একটা পেশা। কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন এই টেলিভিশন চ্যানেলের সামনে যিনি পকোড়া বিক্রি করে দিনে ২০০ টাকা রোজগার করেন, এটা তাঁর একটা পেশা। মোদির এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবার কর্নাটকে মোদির সেই পকোড়া মন্তব্যের প্রতিবাদে সরব হলেন সেখানকার ছাত্ররা। রবিবার কর্নাটকে সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সভাস্থলের বাইরে পকোড়া বিক্রি করতে শুরু করেন একদল ছাত্র।



জোড়ে জোড়ে চিৎকার করে বলতে থাকেন ‘খাবেন নাকি মোদি পকোড়া, অমিত শাহ পকোড়া, ইয়েড্ডি পকোড়া।’‌ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ি পড়ে এলাকায়। পুলিসের হস্তক্ষেপে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পকোড়া বিক্রিকারী ছাত্রদের। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

অভিনব কায়দায় প্রতিবাদে সামিল ছাত্রদের দাবি, পকোড়া বিক্রি করা যদি একটি পেশা হয়, তাহলে খরচ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার কোনও প্রয়োজনই নেই। সরকার যদি মনে করে পকোড়া বিক্রি করাও একটি পেশা তাহলে দেশের কর্মসংস্থানের কী অবস্থা সহজেই আন্দাজ করা যায়। সেকারণেই তাঁদের এই অভিনব প্রতিবাদ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

No comments: