জোড়ে জোড়ে চিৎকার করে বলতে থাকেন ‘খাবেন নাকি মোদি পকোড়া, অমিত শাহ পকোড়া, ইয়েড্ডি পকোড়া।’ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ি পড়ে এলাকায়। পুলিসের হস্তক্ষেপে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পকোড়া বিক্রিকারী ছাত্রদের। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
অভিনব কায়দায় প্রতিবাদে সামিল ছাত্রদের দাবি, পকোড়া বিক্রি করা যদি একটি পেশা হয়, তাহলে খরচ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার কোনও প্রয়োজনই নেই। সরকার যদি মনে করে পকোড়া বিক্রি করাও একটি পেশা তাহলে দেশের কর্মসংস্থানের কী অবস্থা সহজেই আন্দাজ করা যায়। সেকারণেই তাঁদের এই অভিনব প্রতিবাদ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
No comments:
Post a Comment