প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রীর মাদ্রাসা ‘চাচা নেহরু’তে এইবার মুসলিমদের পাশাপাশি হিন্দু, শিখ, খ্রিষ্টানরাও একসাথে কুরআন পড়বেন। শুধু কুরআন পড়া নয়, রীতিমত তা মুখস্থ করে তারা হবেন হাফেজ।
বিভিন্ন সম্প্রদায়ের শিশুদের কুরআনের হিফজ করানোর জন্য ইতিমধ্যেই এই মাদ্রাসায় তিনজন বিশিষ্ট শিক্ষক নিয়োগ করা হয়েছে। সোমবার থেকেই ক্লাস আরম্ভ হওয়ার কথা। দেশে এধরণের মাদ্রাসা সম্ভবত আর নেই। আল নূর চ্যারিটেবল সোসাইটির প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন শালমা আনসারি এই মাদ্রাসা পরিচালনার দায়ীত্বে রয়েছেন।
‘চাচা নেহরু’ মাদ্রাসায় নার্সারি থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০০ ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। এখানে বিনামূল্যে শিক্ষা দেওয়ার পাশাপাশি মিড ডে মিলও দেওয়া হয়। এছাড়া দূরদূরান্তের ছাত্রদের জন্য এখানে হোস্টেলের ব্যবস্থাও রয়েছে।
No comments:
Post a Comment