জালাল পুরে মাটির নীচ থেকে উদ্বার হল প্রাচীন রুপার মুদ্রা , মুদ্রা গুলি দেখতে মানুষের ভীড় - Barak Bangla News

Breaking

Jul 25, 2018

জালাল পুরে মাটির নীচ থেকে উদ্বার হল প্রাচীন রুপার মুদ্রা , মুদ্রা গুলি দেখতে মানুষের ভীড়

নিজস্ব প্রতিবেদন ঃকাটিগড়া সমষ্টির জালাল পুরে মাটির নীচ থেকে উদ্বার হল প্রাচীন রূপা মুদ্রা । আরবীতে শীল মোহরে ঐ মুদ্রার উপরে লিখা রয়েছে ইমামূল আজম  ও বাদসা  মুজাফফর । ধারণা করা হচ্ছে ঐ মুদ্রা হয় ত প্রাচীন মুঘল যুগের , তবে পুরাতত্ত্ব বিভাগ সঠিক সময় বলতে পারবে। উঁচু টিলা যায়গায় মাটি খননের সময় ঐ গুলি মানুষের দৃস্টিতে পড়ে । ৩০টি মুদ্রার ওজন হবে প্রায় 500গ্রাম । স্থানীয় মানুষের অভিমত পূরাতোত্ন বিভাগ মুদ্রা গুলি নিজেদের হেফাজতে নিয়ে নিলে বা আরো খুজ খবর করলে ঐতিহাসিক আরো নিদর্শন  হয় ত আবিস্কৃত হবে । বর্তমানে মুদ্রা গুলি রিয়াজ উদ্দিন নামক জৈনক লোকের জিম্মায় রয়েছে ।

No comments: