দেশজুড়ে নাম পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাজ্য, শহর কিংবা গ্রামের পরিচিত নাম পরিবর্তন করা হচ্ছে। যদিও কথায় আছে, নিজের বাড়ি থেকে সব কিছুর শুরু করা উচিত। সেই কথাই বিজেপিকে স্মরণ করিয়ে দিলেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব।
তিনি বলেছেন, দলের সভাপতি অমিত শাহর নাম সবার আগে পরিবর্তন করা হোক। কারণ ‘শাহ’ শব্দটি গুজরাতি নয়, এটি পার্সি শব্দ। সেক্ষেত্রে আগে নিজের দলের লোকের নাম বদল করুক বিজেপি, তারপর না হয় দেশ জুড়ে নাম বদল করবে।
আলীগড় বিশ্ববিদ্যালয়ের ৮৭ বছর বয়সী অধ্যাপক ইরফান হাবিব বলেন, ‘এমনকি গুজরাত শব্দটিও পার্সি থেকে এসেছে। আগে এ রাজ্যকে গুরজারাত্রা বলা হতো। এটাও বদল করা দরকার। বিজেপি যে দ্রুত নাম বদল করতে উঠেপড়ে লেগেছে তা আরএসএসের হিন্দুত্ব নীতিকে অনুসরণ করে।
No comments:
Post a Comment