রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার - Barak Bangla News

Breaking

Dec 12, 2018

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার



বহু বিতর্কের পর উর্জিত পদত্যাগ করেন। আর উর্জিত প্যাটেলের পদত্যাগের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে নতুন আরবিআই গভর্নরের নাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। নতুন আরবিআই গভর্নর হলেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের ২৫তম গভর্নর হলেন তিনি। তিন বছরের জন্য দায়িত্বে এলেন তিনি। ভোটের ফলাফলের দিনই কেন্দ্র নতুন আরবিআই গভর্নরের নাম ঘোষণা করে নিঃসন্দেহে নতুন চমক দিল।

No comments: