হাইলাকান্দিতে নিউজ ম্যাগাজিন উন্মোচিত - Barak Bangla News

Sep 27, 2017

demo-image

হাইলাকান্দিতে নিউজ ম্যাগাজিন উন্মোচিত

IMG-20170927-WA0009

নিজস্ব প্রতিবেদন :: ২৭ সেপ্টেম্বর :
নুরুল মজুমদারের সম্পাদনায় লালার অনির্বাণ শিখায় আজ উন্মোচিত হল "হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন"। উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে   উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুলিশ সুপার প্রণবজ্যোতি গোস্বামী, এডিসি রুথ লিয়াংথন, কাঠলিছড়া মহকুমাশাসক জেমস আইন্ড, বিশিষ্ট কবি সাহিত্যক আশুতোষ দাস,প্রেস ক্লাবের জেলা সভাপতি নইমুল ইসলাম চৌধুরী, ম্যাগাজিনের আমন্ত্রিত সম্পাদক অমিত রঞ্জন দাস সহ হাইলাকান্দি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠানের শেষে হাইলাকান্দি জেলার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জীব চন্দ্র ববি এর অকাল প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়। উল্লেখ্য হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন ১৯৯৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে।

Pages

Contact Form

Name

Email *

Message *