লুকুচুরি খেলছে পল্লবের বিদ্যুৎ বিভাগ - Barak Bangla News

Sep 27, 2017

demo-image

লুকুচুরি খেলছে পল্লবের বিদ্যুৎ বিভাগ

electricity_0
মুজাম্মিল লতিফি  :: কাটিগড়া,
 ২৭সেপ্টেম্বর : বাঙ্গালীদের সর্ববৃহৎ উৎসব দুর্গা পৃজোর মরশুম চলছে। এসময়ও রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী পল্লব লোচন দাসের বিদ্যুৎ বিভাগ লুকুচুরি খেলছে গোটা কাটিগড়ায়। এ নিয়ে কাটিগড়ায় ক্ষোভের পারদ সপ্তমে। আজ কয়েকটি পুজো কমিটির কর্মীকর্তারা বরাক বাংলা নিউজের প্রতিনিধিকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ ঝাড়েন।এ সময়ও বিদ্যুৎ বিভাগের এমন গাফিলতিতে উষ্মা ব্যক্ত করেন। সাথে সাথে বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

Pages

Contact Form

Name

Email *

Message *