শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী তিথিতে বরাকে উৎসবের মেজাজ দ্বিগুণ - Barak Bangla News

Sep 28, 2017

demo-image

শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী তিথিতে বরাকে উৎসবের মেজাজ দ্বিগুণ

IMG-20170928-WA0048
নিজস্ব প্রতিনিধি, কাটিগড়া :২৮সেপ্টম্বর
শহরাঞ্চলের সাথে তাল মিলিয়ে গ্রামাঞ্চলের কচিঁকাচাঁরাও নতুন জামাকাপড় পরে মণ্ডপ দর্শনে ব্যস্ত।পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী তিথিতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অসংখ্য ভক্ত সমাগম পরিলক্ষিত হচ্ছে । বরাক উপত্যকার গ্রাম শহর সর্বত্রই আজ দুর্গাপূজোর তৃতীয় দিনে উৎসবের আমেজ আরোও দ্বিগুণ হয়ে উঠেছে।উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে আজ সকাল থেকে ছোট ছোট কচিঁকাচাঁরা সহ ষাটরোর্ধ পুরুষ মহিলারাও নতুন জামাকাপড় পরিধান করে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। গতকাল মহাসপ্তমী তিথিতে অগণিত ভক্ত মণ্ডপে মণ্ডপে দেবীর উদ্দেশ্যে আঞ্জলী নিবেদন করেছেন।এছাড়া প্রসাদ বিতরণ ও বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে‌ ।
         দেশের আর্থনীতিক অবস্থা কিছুটা মন্দা থাকলেও প্রতি বারের মতো এবারও শিলচর শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের পূজার আয়োজন করা হয়েছে। তুলনামূলক ভাবে হাইলাকান্দি ও করিমগঞ্জ শহরের পূজা মণ্ডপ গুলো থেকে শিলচর শহরের মণ্ডপ গুলো আকর্ষণীয়।  তারাপুর রাইস মিলের মণ্ডপ, মূর্তিতেও রয়েছে নতুনত্ব। সবকিছুতেই শ্বেতশুভ্র একটা আমেজ রয়েজে যা শান্তি , স্বচ্ছতার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
        এদিকে, প্রতিবারের মতো এবারো উধারবন্দের কালীবাড়ী রোড দূর্গাপূজা কমিটি পিতলের পাত দিয়ে কাম্পনিক মণ্ডপ নির্মাণ করেছে । সোনার আভা সদৃশ এই মণ্ডপের প্রতিমা নির্মিত হয়েছে কড়ি দিয়ে । এছাড়া বিভিন্ন মণ্ডপে আলোকসজ্জ্বাও চোখে পড়ার মতো।

Pages

Contact Form

Name

Email *

Message *