মুজাম্মিল লতিফি :: কাটিগড়া ৮ অক্টোবর,,
শুধু শিক্ষিত হলে হবেনা, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজের বিবেককেও শিক্ষিত করে তুলতে হয়। সুশিক্ষায় শিক্ষিত না হলে সমাজ ও দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশ ও সমাজের কল্যাণ শিক্ষিত মানুষ দিয়েই সম্ভব। আজ কাটিগড়া সমষ্টির গোবিন্দপুর ৩য় (জাঙ্গালবন্দ) জামে মসজিদ সংলগ্ন মাঠে এক দিবসীয় তফসিরুল কোরান মহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া। বর্তমান সময়ে মুসলমানদের নানা হয়রানি প্রসঙ্গে তিনি বলেন যে, মুসলমানরা সঠিক ভাবে ইসলামের রীতি নীতি মেনে চললে এমনিতেই এসব সরে যাবে। আক্ষেপের সুরে তিনি আরোও বলেন, আফসোস হচ্ছে মুসলমানরা আজ নবীর আদর্শ ও সাহাবায় কেরামদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে সময়ে সময়ে নানা ধরণের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অন্তর থেকে ঘৃণা বিদ্বেষ দূর করে, সহিহ আকিদা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে উপস্থিত স্রোতাদেরকে বলেন। মুসলমানরা যেদিন প্রতিটি মুহুর্তে নবী (দঃ) এর অনুসরণ করে চলবে, সেদিন আর তাঁরা লাঞ্চিতও হবেনা বলেন আমিরে শরিয়ত।
নিজের পাড়া প্রতিবেশী গরীব অমুসলমান হলেও এদের খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা এসব খেয়াল রাখতে আদেশ দেয় ইসলাম, বলেন আমিরে শরিয়ত। মুসলমানদের অন্তরে এক তিল পরিমাণ হিংসা থাকলে প্রকৃত মুসলমান বলে গণ্য হবে না বলেন তিনি। বিকাল সাড়ে চারটে আসরের নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যের শেষে বয়াত গ্রহণ করে মোনাজাত করেন তিনি।
মূখ্য অতিথির বক্তব্যে বদরপুর টাইটাল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল মওলানা ইউসুফ আলী আমলে জিন্দেগী গঠন করতে গুরুত্ব আরোপ করেন। পীর মুরিদের প্রসঙ্গে কোরানের আয়াত তুলে ধরে বক্তব্যের শুরুতে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়াকে হক্কানি পীর বলেও সম্মোধন করেন। এর আগে কাটিগড়ার পীর বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত মওলানা ইব্রাহিম আলী সংক্ষিপ্ত মোনাজাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্টার প্রার্থনা করেন। মহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় টাইটাল মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা বজলুর রহমান, কালাইন সিনিওর মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক মওলানা জাবির হুসেন।
Oct 8, 2017

Home
Unlabelled
শিক্ষিত মানুষের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে :: আমিরে শরিয়ত
শিক্ষিত মানুষের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে :: আমিরে শরিয়ত
Share This

About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment