বিজেপির ভরা বাজারে সিপিএমের একমাত্র 'লালবাতি' - Barak Bangla News

Breaking

Dec 18, 2017

বিজেপির ভরা বাজারে সিপিএমের একমাত্র 'লালবাতি'

সিমলা: রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। সেই পদ্ম ঝড়ে 'লালবাতি' জ্বালিয়ে রাখল সিপিএম। দেবভূমি হিমাচল প্রদেশে একটি আসনে জয়ী হলেন মার্কসবাদী পার্থী।
সূত্রের খবর, রাজ্যের থিওগ আসনে অন্তত দু হাজার ভোটে জিতে গিয়েছেন সিপিএমের রাকেশ সিং। তিনি হারিয়েছেন বিজেপির রাকেশ ভার্মাকে। পরিবর্তনের রেশ ধরেই হিমাচল প্রদেশে ক্ষমতায় আসছে বিজেপি। সরে যাচ্ছে কংগ্রেস।
বাংলা, ত্রিপুরা ও কেরল বাদে দেশের একমাত্র রাজ্য হিমাচল প্রদেশ যেখানে সিপিএমের মতো দল বিশেষ শক্তি সংগ্রহ করেছে। দলের ছাত্র সংগঠন এসএফআই এই রাজ্যে বিশেষ শক্তিশালী। এমনকি সিমলা কলেজেও ছাত্র সংসদে বাম সংগঠনটি তাদের প্রতিপত্তি দেখাচ্ছে। সবমিলে পাহাড়ি রাজ্যে দলটির উপস্থিতি টের পাওয়া যায়।
সম্প্রতি সিমলা পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়র পদে ছিল সিপিএম। একাধিক সিপিএম কাউন্সিলর আছেন এই বোর্ডে।

No comments: