এসআইঅ এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করলেন অতিথিরা - Barak Bangla News

Breaking

Jan 28, 2018

এসআইঅ এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করলেন অতিথিরা

আজ আলেখারগুলের নতুন বাজারে এসআইঅ এর উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বেশ কয়েকটি স্কুলের প্রায়  চার শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিতে কবাডি, পারপুকুর, মিউজিক্যাল চেয়ার, চামচ্ দৌড় ইত্যাদি খেলা ছিল । এছাড়াও ছিল ক্বিরাত, গজল, আবৃত্তি এবং পরিশেষে ছিল নাটক। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিফজুর রহমান খাজাম সাহেব  , সেলিম আহমেদ খান সাহেব । খান সাহেব উনার বক্তব্যে ছাত্র ছাত্রীকে বলেন ,যে কোন ধরনের  অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।  তিনি আর বলেন  প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের অনুষ্ঠান প্রায়ই কম দেখা যায় তাই তিনি SiO কর্মকর্তাকে সাধুবাদ জানান এধরনের উদ্যোগের জন্য। এছাড়া বিশিষ্ট ব্যক্তিগনের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজ সেবি সাহাব উদ্দিন, আব্দুল লতিফ ও মওলানা জাবির আহমেদ সাহেব, আব্দুল মালিক (নয়াটিলা এম.ই স্কুলের প্রধান শিক্ষক) , দুলন হাজারিকা, রতন বসু প্রমুখ  । SiO এ পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাবির আহমেদ চৌধূরী, সাহিদ আহমেদ, হাছানুল বান্না খান , নাসিম আহমেদ , জসিম আহমেদ, জাকির হোসেন, আলতাফ আহমেদ, সুমেন আহমেদ এছাড়াও আর অনেক উপস্থিত ছিলেন।

No comments: