আগামী ৯,১০,১১ ফেব্রুয়ারিতে হাইলাকান্দি লালা ভাবানিপুর ময়দানে অনুষ্টিত হতে চলেছে ২০১৮র নর্থ ইস্ট ইজতেমা। এতে অংশ গ্রহণ করবেন উত্তর পুর্ব ভারতের সাত রাজ্যের কয়েক লক্ষ মুসল্লি।
প্রতিবারের ন্যায় এবারও আসাম,মেঘালয়,ত্রিপুরা,মিজোরাম,নাগাল্যান্ড, অরুণাচল,সহ মণিপুর রাজ্যের কয়েক হাজার জামাতের রওয়ানা হবে উক্ত ইজতেমা থেকে।
প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার পথে। এবার বরাক উপত্যকার হাইলাকান্দি জিলায় এই প্রথম বার উত্তর পুর্বাঞ্চলিয় ইজতেমার আয়োজন। এ ইজতেমা বিভিন্ন বৎসর আসামের বিভিন্ন জিলায় অনুষ্ঠিত হয়। এবারে হাইলাকান্দি জেলায় ইজতেমার আয়োজন হওয়ায় হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার সর্বত্র ইজতেমার অধির আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।প্রশাসনের সহযোগিতাও অনেকটা প্রশংসনীয়। সব মিলিয়ে ইজতেমা উপলক্ষ্যে ভবানিপুর সহ গোটা লালা অঞ্চলে সাজ সাজ রব ।
প্রশাসনিক কর্তাদের অনুমান আখেরী মোনাজাতে জন প্লাবন ঘটবে তা নিশ্চত। তাই লালা শহর অঞ্চলের ন্যাশন্যাল হাইওয়্যে সড়কগুলি কে জ্যাম মুক্ত রাখার অগ্রীম উদ্যোগ নিবে প্রশাসন। প্রশাসনের এক কর্তা জানান সর্ব প্রকার সহযোগিতা নিশ্চিত করবেন তারা।
এদিকে, ইজতেমা সুষ্টভাবে পরিচালনা করার জন্য তাবলিগ জামাতের আলমী মারকাজ ,নিজামুদ্দীন বাংলাওয়ালী থেকে আকাবির হজরতদের জামাত আট ফেব্রুয়ারিতে এসে ইজতেমা ময়দানে পৌছে যাবেন বলে জানা যায়।
No comments:
Post a Comment