মানুষের মতোই সমান গুরুত্বপূর্ণ গরু : যোগী আদিত্যনাথ - Barak Bangla News

Jul 26, 2018

demo-image

মানুষের মতোই সমান গুরুত্বপূর্ণ গরু : যোগী আদিত্যনাথ

Screenshot_20180726-105123_Facebook
গণপিটুনি ইস্যুতে বেফাঁস মন্তব্য করে গেরুয়া ব্রিগেডকে আরও বিপাকে ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশজুড়ে চলমান হিংসার ঘটনায় এমনিতেই অস্বস্তিতে রয়েছে বিজেপি। তাঁদের সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন তিনি। ক্রমবর্ধমান গণপিটুনি নিয়ে মন্তব্য করতে গিয়ে যোগী বলেন, ‘মানুষের মতো গরুরাও গুরুত্বপূর্ণ। মানুষকে যেমন নিরাপত্তা দেওয়া জরুরি, তেমনি গরুদেরও নিরাপত্তা দেওয়া জরুরি।’
যোগী আরও বলেন, ‘গরুকে রক্ষা করতে আইন রয়েছে। সরকার এব্যাপারে সচেতন। গোরক্ষার নামে হিংসা কোনওমতেই বরদাস্ত করা হবেনা। তবে গরুকে পাচারকারী ও কসাইদের হাত থেকে রক্ষা করতেও দায়বদ্ধ আমার সরকার। আমরা প্রত্যেককেই নিরাপত্তা দেব।’ তাঁর কথায়, ‘একে অপরের ধর্মীয় আবেগকে শ্রদ্ধা করতে হবে। মানুষকে বাঁচানো যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে গরুকে বাঁচানোও গুরুত্বপূর্ণ।’

Pages

Contact Form

Name

Email *

Message *