জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির আবেদন নাকচ করেছে ইন্টারপোল - Barak Bangla News

Jul 26, 2018

demo-image

জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির আবেদন নাকচ করেছে ইন্টারপোল

Screenshot_20180726-105907_Facebook
প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে ইন্টারপোল। ইন্টারপোল জানিয়েছে এখনও এই নোটিশ জারি করা হয়নি। তাই আবারও নতুন করে আবেদন করেছে কেন্দ্র। যদিও তারপর ইন্টারপোল আর কোনও জবাব দেয়নি। জাকির নায়েক ইস্যুতে বুধবার রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির এই তথ্য জানিয়েছেন।
হংসরাজ অহির পরিস্কার করে জানিয়েছেন যে, বিগত বছরের ১৯ মে ইন্টারপোলের কাছে রেড কর্ণার নোটিশ জারির আবেদন করা হয়েছিল। জবাবে ইন্টারপোল কমিশনের ১০২তম অধিবেশনে বলা হয়েছিল, রেড কর্ণার নোটিশের জন্য আদালতে জাকিরের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিলের কপি দিতে হবে। অহির জানান, এরপর জাকিরের বিরুদ্ধে ২০১৭ সালের ২৪ নভেম্বর নতুন ওয়ারেন্ট জারি করে ইন্টারপোলের কাছে আবারও রেড কর্ণার নোটিশের আবেদন করা হয়েছে। কিন্তু এখনও তার জবাব আসেনি।

Pages

Contact Form

Name

Email *

Message *