তালিকায় নাম না থাকলেও তাঁদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও হঠকারি সিদ্ধান্ত, জানাল শীর্ষ আদালত
নয়াদিল্লি: অসম নাগরিকপঞ্জি প্রসঙ্গে এবার কঠোর নির্দেশিকা জারি করল শীর্ষ আদালত । বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ অসম সরকারকে জানিয়েছে এনআরসি খসড়া তালিকার ভিত্তিতে কাউকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না । নাগরিকপঞ্জির অজুহাতে কারোর বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও আইনি ব্যবস্থাও ।
ওই বেঞ্চ জানিয়েছে এটি শুধুমাত্র একটি খসড়া তালিকা । এই বিষয়ে পরবর্তী পদ্ধতিগুলিও আইন মেনেই নিতে হবে । তাই নাগরিকপঞ্জির উপর ভিত্তি করে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না সরকার । সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নাগরিক আইন মেনে চলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।
অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপালকে এই বিষয় নিয়ে একটি প্রাথমিক কার্যসূচী প্রস্তুত করার আর্জি জানিয়েছে ওই বেঞ্চ । ১৬ অগস্ট এই কার্যসূচী পেশ করা হবে ।
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই অসমে প্রকাশিত হয়েছে এই নাগরিকপঞ্জি । শীর্ষ আদালতের সকল নির্দেশিকা মেনেই কাজ করেছেন এনআরসি কর্তারা ও আদালতের নির্দেশ মেনেই সবরকম সহযোগিতা করেছে সোনোয়াল সরকার । এর আগেও বিচারপতি ভেনুগোপাল সুপ্রিম কোর্টে তালিকায় যাদের নাম নেই তাঁদের সাথে যাতে কোনওরকম অন্যায় আচরণ না করা হয়, এ বিষয়টি নিয়ে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন ।
নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা ৩০ জুলাই আদালতে সম্মতি প্রতিবেদন জমা দিয়েছেন । এরপর নির্দিষ্ট বেঞ্চ জানিয়েছে চূড়ান্ত খসড়া প্রকাশিত হবে ৭ অগস্ট ও ৮ অগস্ট থেকে তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের কাছে এরকম হওয়ার কারণ জানিয়ে চিঠি পাঠানো হবে ।
ওই রিপোর্ট অনুযায়ী তালিকায় যাঁদের নাম নেই তাঁরা ৩০ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আপিল করতে পারবেন । এনআরসি সেবাকেন্দ্র চলবে আপিল গ্রহণের কাজ ।
সমগ্র এনআরসি বিষয়টি নিয়েই সঠিক আইনি পদ্ধতি মেনে চলা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে নিজেদের নাম তালিকাভুক্ত করার ।১৬ অগস্ট এবিষয়ে পরবর্তী শুনানি হবে ।
Jul 31, 2018

Home
Unlabelled
তালিকায় নাম না থাকলেও তাঁদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও হঠকারি সিদ্ধান্ত, জানাল শীর্ষ আদালত
তালিকায় নাম না থাকলেও তাঁদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও হঠকারি সিদ্ধান্ত, জানাল শীর্ষ আদালত
Share This

About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment