গুরদাসপুর উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী সুনীল - Barak Bangla News

Breaking

Oct 15, 2017

গুরদাসপুর উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী সুনীল



বিবিএন রিপোর্ট : ১৫ অক্টোবর,
 গুরদাসপুর:পঞ্জাবে উপনির্বাচনে দাগ কাটতে পারল না বিজেপি। বিনোদ খন্নার মৃত্যুর পর খালি হওয়া গুরুদাসপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কাছে প্রায় ২ লক্ষ ভোটের ব্যবধানে হার বিজেপির।গুরুদাসপুর লোকসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর।ত্রিশঙ্কু এই লড়াইয়ে ১ লক্ষ ৯৩ হাজার ২১৯ ভোট জিতেছেন জাখর। এই জয়ের ফলে প্রাক-দিওয়ালিতে  মেতেছেন সেখানকার কংগ্রেস কর্মীরা। আজকের লড়াইয়ের কেন্দ্রে থাকা আসনটিদীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত। সেখান থেকে কংগ্রেস এভাবে জয় ছিনিয়ে নেওয়ায়, কার্যত বড় ধাক্কা খেয়েছে বিজেপি। আজকের লড়াইয়ের কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে আপ।তবে সবশেষে মানুষের রায় মেনে নিয়েছে আম আদমি পার্টি। আজকের এই লড়াই ছিল কংগ্রেসের কাছে সম্মানের লড়াই। ছমাস আগেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।

No comments: