মুজাম্মিল লতিফি : কাটিগড়া, ১৯অক্টোবর,
দীর্ঘদিন কঠিন রোগে ভোগের পর অবশেষে বুধবার রাত দশটায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন তারিনীপুর এম ই স্কুলের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন মজুমদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র চার মেয়ে সহ ছাত্র ছাত্রী ও অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোঠা পূর্ব কাটিগড়ায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকাল দুইটায় হাজার পাঁচেক গুণমুগ্ধের উপস্থিতিতে প্রয়াত মজুমদারের জানাজার নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক তথা দেওরাইল টাইটেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী। মরহুম বুরহান উদ্দিন একজন আদর্শ শিক্ষক হিসাবে সমাজে পরিচিত। ফুটবল মাঠে প্রথমে খেলোয়াড় পরে রেফারি হিসাবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ছিলেন বিশিষ্ট সংগঠকও। বেশ কিছুদিন থেকে তিনি মরনব্যাধি ক্যানসার রোগে ভোগছিলেন। তাঁর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মওলানা রশিদ আহমদ তাপাদার। বৃহত্তর তারিনীপুর তথা পূর্বকাটিগড়ার শিক্ষাজগতে ব্যাপক ক্ষতি হল প্রয়াত মজুমদারের বিদায়ে, যা সহজে পূরণ হবার নয়। সুনামধন্য এমন একজন মানুষের চির বিদায় সহজে মেনে নেওয়া যায় না, বলেন রশিদ। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন ইউডিএফের জেলা সাধারণ সম্পাদক হাজি খলিল উদ্দিন মজুমদার, মুখপাত্র এনামুল্লা, আতাউর রহমান লস্কর, সিরাজুর রহমান বড়ভুইয়া, তেলিটিকর জামিয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসার প্রধান মওলানা সুহেল আহমেদ কাজী,কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লস্কর ও কাটিগড়ার প্রাক্তন জিপি সভাপতি হাসনুল হক চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment