দুল্লভছড়ায় অটোচালকের উপর প্রানঘাতী হামলা : অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওসিকে স্মারকপত্র কংগ্রেসের - Barak Bangla News

Breaking

Oct 14, 2017

দুল্লভছড়ায় অটোচালকের উপর প্রানঘাতী হামলা : অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওসিকে স্মারকপত্র কংগ্রেসের


বরাক বাংলা প্রতিবেদন রাতাবাড়ী ১৪ অক্টোবর : আছিমগঞ্জের অটোচালক লুকমান উদ্দিনের উপর অযতা প্রানঘাতী হামলার প্রায় এক মাস পূর্ণ হলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় নারাজ দুল্লভছড়া ব্লক কংগ্রেস সহ ছাত্র সংস্থা আমসা। এ মর্মে আজ দুপুর ১১ ঘটিকা নাগাদ রাতাবাড়ী থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে চরমপত্র তুলে দেন  ভারতীয় জাতীয় কংগ্রেস  মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা কর্মীরা । কংগ্রেসের করিমগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হেলাল আহমদ খান, দুল্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনজির আলী,  যুব কংগ্রেস সভাপতি মামুন রসিদ খান ও আমসা কর্মীদের উপস্থিতিতে প্রদান করা চরমপত্রে তাদের দাবি গত ১৮ সেপ্টেম্বরে দুল্লভছড়ায় জনৈক হতদরিদ্র অটোচালক লুকমান উদ্দিনের উপর প্রানঘাতী হামলার পর থানায় জামিন অযোগ্য ধারায় মামলা নথিভুক্ত হওয়ার পর বিভিন্ন সংগঠনের দ্বারা একাধিকবার আবেদন জানানো হলেও আসামী গ্রেফতারের পরিবর্তে আজ অবধি নিরব দর্শকের ভূমিকায় রাতাবাড়ী পুলিশ । অতএব উক্ত চরমপত্রের মাধ্যমে আবারও শীঘ্রই অভিযুক্ত গ্রেফতারের দাবি জানালেন তারা।
                                 উল্লেখ গত ১৮ সেপ্টেম্বরে হাটখলা গ্রামের জনৈক অটোচালক লুকমান আলী যাত্রী নিয়ে ভেটারবন্দ যাওয়ার পথে কতিপয় দুস্কৃতিরা চালকের নাম জিজ্ঞাসা করে কোন কারণ ছাড়া অস্ত্র সহ দলবদ্ধ ভাবে হামলা চালায় । রক্তাক্ত অবস্থায় চালক লুকমান উদ্দিন ঘটনাস্থল থেকে কোন মতে পালিয়ে এসে রাতাবাড়ী থানায় দুস্কৃতিদের নাম ও ঠিকানা সহ এজাহার দায়ের করেন। পরবর্তীতে আহত লুকমান উদ্দিনকে পুলিশের তত্বাবধানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে নি বলে জানা গেছে।

No comments: