বিবিএন প্রতিনিধি : বদরপুর, ১৯অক্টোবর,
ভারতীয় হজ মিশন ও হজ কমিটির তত্ত্বাবধানে একুশটি হজ সেবা কেন্দ্রের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের হজ যাত্রীদের আসা যাওয়ার জন্য গুয়াহাটি হজ সেবা কেন্দ্র
গুয়াহাটি থেকে বাতিল করে দেওয়ার সরকারি সম্ভাব্য সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিহিত ব্যবস্থা নিতে আজ সকাল এগারোটায় হজ সুরক্ষা সমিতির আহব্বানে বদরপুর আল ইসলাহ ন্যাশনাল একাডেমির প্রেক্ষাগৃহে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ শাহজাহানের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট জ্ঞানী গুণী ও বুদ্ধিজীবিদের উপস্থিতে মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর বলেন বরাকে হজ সাব ডিভিশন অফিস স্থাপনের দাবী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সাথে দেখা করে দাবী পেশ করবেন। প্রয়োজনে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নকভির সাথে দেখা করে স্বারকপত্র পেশ করবেন তিনি। সব বিষয় রাজনীতির সাথে জড়িত করা ঠিক নয়। এবিষয়েও রাজনীতি না করতে সকলের প্রতি অনুরোধ করেন বিধায়ক আনোয়ার। সভায় বক্তব্যের মাধ্যমে বক্তারা নিজেদের অভিমত তুলে ধরেন। বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মর্তুজা হুসেন বলেন, কেন্দ্রীয় সরকারের তুলে নেওয়া হজ সাবসিডি প্রশংসনীয় প্রদক্ষেপ। বর্তমানে বিমানযোগে
মক্কা মদীনায় পৌছলেও পরবর্তীতে জাহাজ ও বিমানে হজের উদ্দেশ্যে মক্কা মদীনায় পৌছানোর ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার, এই দাবীও তুলেন তিনি। গুয়াহাটিতে হজ সেবা কেন্দ্র সর্বাবস্থায় বহাল রাখার পক্ষে জোরালো দাবী রাখেন তিনি। সরকারি নিয়োগপ্রাপ্ত খাদিমূল হুজ্জাজদের ব্যাপারে খেদ ব্যাক্ত করেন মর্তুজা। ভারতীয় হজ মিশনে বরাক উপত্যকা থেকে দু একজন সদস্য নিয়োগেরও দাবী জানান তিনি। বক্তাদের অভিমতে উঠে আসা বিভিন্ন পয়েন্ট নোট করে রাখেন হজ সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আবুল হুসেন মাঝারভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিগড়ার জাহাঙ্গীর আলম লস্কর, হাইলাকান্দি থেকে আপ্তাব উদ্দিন লস্কর, মেহবুব আমমেদ প্রমুখ সহ অন্যান্য।
Oct 19, 2017
Home
Unlabelled
বদরপুর আল ইসলাহে হজ সুরক্ষা সমিতির সভা
বদরপুর আল ইসলাহে হজ সুরক্ষা সমিতির সভা
Share This
About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment