বরপেটা মেডিকেলের আইসিইউতে ১০টি শিশুর অস্বাভাবিক মৃত্যু, - Barak Bangla News

Breaking

Oct 6, 2017

বরপেটা মেডিকেলের আইসিইউতে ১০টি শিশুর অস্বাভাবিক মৃত্যু,


আগের থেকে মৃত্যুর হার কমছে বললেন হিমন্ত

স্টাফ রিপোর্ট :: বিবিএন,

 রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার স্বাস্থ্য বিভাগের নতুন দিগন্তের সূচনা হতে না হতেই ভয়ঙ্কর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো সমস্ত রাজ্য জুড়ে। উত্তর প্রদেশের গোরখপুরে অক্সিজেনের অভাবে অর্ধশতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্হ্য বিভাগ বিষয়টিতে সতর্কতা অবলম্বন না করার ফলে বরপেটা ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০টি নবজাতক শিশুর মৃত্যু ঘটে। এই নবজাতকরা নিম্ন অসমের বরপেটা, বঙাইগাওঁ এবং ধুবড়ি জেলার বলে জানা গেছে ।
     ঘটনার বিবরণ অনুযায়ী বরপেটা, বঙাইগাওঁ এবং ধুবড়ি জেলার এই শিশুগুলোকে দুদিন পূর্বে গুরুতর অসুস্হ অবস্হায় বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের 'স্পেসিয়েল নিউবর্ণ কেয়ার ইউনিটে' ভর্তি করা হয়েছিল। এই ইউনিটের মধ্যে গতকাল পাঁচজন নবজাতকের মৃত্যু ঘটে । এরমধ্যে আজ আরোও পাঁচজনের মৃত্যু ঘটে । মৃত ছয়জন পুরুষ সন্তান এবং চারজন কন্যা সন্তান । হতভাগ্য নবজতাকরা হলেন বরপেটা সিকারভিঠার সাফাতুন বেগম, ধুবড়ি ফকিরাগঞ্জের হাসিনা খাতুন, বরপেটা গোমাফুলবাড়ীর জয়গন বেগম,  বরপেটারোডের জাবেদা খাতুন,  খন্দকারপাড়ার রুকিয়া খাতুন, বরপেটা ১নং ভাটকুসির হেলমিনা পারবিন, বঙাইগাঁও বরপারের নিরলা বর্মন ও বরপেটা গণকপারের দীপিকা দাস । বাকি দুইটি শিশুর নাম জানা যায়নি ।
    এদিকে, মৃত শিশুদের অভিভাবকদের অভিযোগ 'স্পেসিয়েল নিউবর্ণ কেয়ার ইউনিটে ভর্তি হওয়া শিশুদের  উপযুক্ত চিকিৎসা প্রদান করার পর্যাপ্ত চিকিৎসকের অভাব ছিল । এনিয়ে উত্তেজনাও দেখা দেয় মেডিকেল কলেজ চত্বরে । বরপেটার চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষক ডঃ ববীজিৎ গোস্বামী এই ঘটনাকে  দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন। এখনও স্পেসিয়েল নিউবর্ণ কেয়ার ইউনিটে ২৯টি নবজাতকের চিকিৎসা চলছে ।
        অন্যদিকে, এই ঘটনা নিয়ে  স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিশুদের  অবস্হা সঙ্কটজনক ছিল । তবুও পূর্বে থেকে বরপেটা হাসপাতালে মৃত্যুর হার কমছে । চিকিৎসক ও মন্ত্রীর বক্তব্যে অস্বাভবিকতা নেই। রাজ্যজুড়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে ।

No comments: