বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা - Barak Bangla News

Breaking

Oct 7, 2017

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা



মুজাম্মিল লতিফি :: কাটিগড়া ৭ অক্টোবর,,
মাত্র কয়েকদিন আগে শ্রীকোণা ডেইলি বাজারের পার্শবর্তী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তরতাজা তিনটি প্রাণ কেড়ে নেয়। আজ আবারও বড় ধরণের দুর্ঘটনা থেকে রেহাই পেলো রেল কর্তৃপক্ষ। সন্ধ্যা গড়ির কাটায় ছয়টা। বদরপুর রেল জংশন থেকে ঢিল ছোড়া দূরত্বে বদরপুর ঘাট জাতীয় সড়কের রেল ক্রসিংয়ে নামানো হলো না গেইটের সিগন্যাল। লামডিং থেকে বদরপুর অভিমুখে আসছিলো মালবাহী ট্রেন। রেল ক্রসিংয়ের দুদিকে তীব্র যানজট লেগে থাকায় নামানো হয়নি গেটের সিগন্যাল। এমনকী মালবাহী ট্রেনটিকে প্রায় বিশ মিটার দূরত্বে কিছুসময় আটকে রেখে ক্রসিংয়ের মধ্যস্থলে রেল লাইনের উপরে দাড়িয়ে থাকা ছোট যানগুলিকে সরিয়ে তারপর ট্রেনের যাত্রা  সুগম করে দেওয়া হয়। সে সময় ঘটনাস্থলে উপস্থিত বরাক বাংলা নিউজ প্রতিনিধি। গেইটম্যান খবরটি না ছাপাতে অনুরোধ ও করেন। রেলের গেইটম্যানের গাফিলতি বলে অনেকে খোলাখোলি বলেই দিয়েছেন বিবিএন প্রতিনিধিকে। আজকের এঘটনার পর উপস্থিত জনতা শ্রীকোণা ডেইলি বাজারের ঘঠনাকে টেনে এনে ফিসফিস করতে শুনা গেছে যে, হয়তো ইশ্বরের কৃপায় আজ আরোও কয়েকটি প্রাণ রক্ষা পেলো।

No comments: