উচ্চ মাধ্যমিকে মেধাবী দিব্যাঙ্গ পড়ুয়াদের ‘প্রেরণা’ পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি - Barak Bangla News

Breaking

Dec 4, 2017

উচ্চ মাধ্যমিকে মেধাবী দিব্যাঙ্গ পড়ুয়াদের ‘প্রেরণা’ পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি

গুয়াহাটি: জাতীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অধীনে উচ্চ মাধ্যমিকে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী দিব্যাঙ্গদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। গুয়াহাটি আয়োজিত এক অনুষ্ঠানে উপ–রাষ্ট্ৰপতি নাইডু প্ৰদান করেছে ‘প্ৰেরণা’ শীৰ্ষক এই পুরস্কার। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাঁচ দিব্যাঙ্গকে প্ৰদত্ত এই পুরস্কারে রয়েছে ১০ হাজার টাকা, স্মারক এবং গামোছা।পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীরা যতাক্রমে দরঙের শংকরদেব বিদ্যালয়ের দীক্ষিতকুমার বরুয়া, বজালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাসনা তালুকদার, নগাঁওয়ের প্ৰশান্ত শইকিয়া, গুয়াহাটি দৃষ্টিহীন বিদ্যালয়ের ঋতুরাজ দাস এবং মূকবধির বিদ্যালয় রিহাবাড়ির প্ৰীতম হাজরিকা।মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে উপ-রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে প্রেরণামূলক ভাষণও দিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, সমাজকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী নবকুমার দলে, সাংসদ বিজয়া চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজনেরা।

No comments: