ফের রাম মন্দির ইস্যুতে মুখ খুললেন বিজেপি’র প্রবীণ নেতা সুব্রমনিয়াম স্বামী। উত্তর প্রদেশের অযোধ্যায় খুব শিগগিরি রাম মন্দির নির্মাণ শুরু হবে এবং আগামী দীপাবলী উৎসব সেখানে পালন করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
তার কথায়, ‘আগামী অক্টোবরের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে যাবে। সমস্ত জিনিসপত্র প্রস্তুত, আগে থেকেই নির্মাণের কাজ এগিয়ে রাখা হচ্ছে। শুধু স্বামী নারায়ণ মন্দিরের মত পাথরের ওপরে পাথর জুড়ে মন্দির নির্মাণ করা হবে।’
আগামী ৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে বাবরী মসজিদ-রাম মন্দির ইস্যুতে শুনানি শুরু হবে। কিন্তু তার আগে বিজেপি নেতারা যেভাবে ওই ইস্যুতে মন্তব্য করছেন তার সমালোচনা করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়্গে।
তিনি রবিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘নির্বাচন সামনে এলেই বিজেপি নেতারা রাম মন্দির নিয়ে কথা বলেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তাদের সিদ্ধান্ত ছাড়া সেখানে কিছুই করা যাবে না।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment