বাবরী মসজিদের জন্য শহীদ হতেও রাজি আছি : আসাদউদ্দিন ওয়েসী - Barak Bangla News

Breaking

Mar 4, 2018

বাবরী মসজিদের জন্য শহীদ হতেও রাজি আছি : আসাদউদ্দিন ওয়েসী

অযোধ্যায় বাবরী মসজিদের জমি রাম মন্দির তৈরীর জন্য দিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব করা মৌলানা সালমান নাদভী বলেছেন যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডে ফিরে আসতে ইচ্ছুক। বোর্ডে ফিরে আসার জন্য তিনি শর্ত দিয়েছেন, আসাদউদ্দিন ওয়েসী ও কামাল ফারুকী সহ চারজনকে বোর্ড থেকে বাদ দেওয়া হোক।
মৌলানা সালমান নাদভীর এই বয়ানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিম অধ্যক্ষ আসাদউদ্দিন ওয়েসী বলেন, ‘আজ যদি কেউ বলে যে, আসাদউদ্দিনকে বোর্ড থেকে বের করে দাও তাহলে আমি বেরিয়ে যাব। আরে জনাব, বের করে দেওয়া দূরের কথা কেউ যদি বলে বাবরী মসজিদের জন্য শহীদ হয়ে যাও, তাহলেও এই প্রাণ দিতে রাজি আছি। যদি আমার প্রাণ নিলে মসজিদ হয়ে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু মসজিদকে নিয়ে চুক্তি কোরনা।’

No comments: