আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আসাম মিট - Barak Bangla News

Breaking

Oct 23, 2017

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আসাম মিট


আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আসামের পড়ুয়ারা উৎযাপন করল বার্ষিক আসাম সন্মেলন।এতে বক্তব্য রাখেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আসামের অধ্যাপক হিফজুর রহমান সিদ্দিকি।উল্লেখ্য, তিনি আমেরিকায় দীর্ঘদিন গবেষনায় রত ছিলেন।আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রানীবিদ্যার অধ্যাপক ড: সিদ্দিকি তার বক্তব্যে ছাত্রদের অনুপ্রানিত করেন।এছাড়া তিনি আসামের বিভিন্ন সমস্যা যেমন 'এন আর সি' ও ইতিহাস নিয়েও আলোচনা করেন।ভাসা বিজ্ঞানের অধ্যাপিকা নাজরিন  লস্কর নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আসামের ছাত্রদের আরও বেশি এগিয়ে যেতে অনুপ্রানিত করেন।মনস্তত্ত বিভাগের অধ্যাপক সহিদুল হক সামাজিক রীতি নীতি ও সাংস্কৃতিক আদান প্রদানের উপর নানা তথ্য তুলে ধরে ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অংশ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন।বার্ষিক এই আসাম সম্মেলন উপলক্ষে এদিন বিভিন্ন প্রতিযোগিতা যেমন  তাৎক্ষনিক বক্তৃতা, কুইজ,এক মিনিট শো ইত্যাদির আয়োজন করা হয়।অনুস্টানের আয়োজকদের মধ্যে অন্যতম হলেন  মবরুর রাব্বানি,ইকবাল মজুমদার,আবুল হাসিম তাপাদার,মুসা
কলিম,আজমল হুসেন,মাসুম আহমদ,আব্দুল্লাহ বড়ভূইয়া,সানি আহমদ, ইজাজ আহমদ প্রমু

No comments: