বদরপুর মিশন রোডে জমা জলে দুর্ভোগ চরমে - Barak Bangla News

Breaking

Oct 23, 2017

বদরপুর মিশন রোডে জমা জলে দুর্ভোগ চরমে

বরাক বাংলা নিউজ প্রতিবেদন : বদরপুর ২৩ অক্টোবর,
 শহরের প্রাণকেন্দ্র বদরপুর চৌমাথা হইতে মাত্র ত্রিশ মিটার দুরত্ব মিশন রোডে শুকনার মরশুমেও হাটু জল আর বৃষ্টি হলেই তো দ্বিগুণ।শুনতে অবাক হলেও সেটা বাস্তব।বদরপুর শহরের সুনাম অর্জনকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্টান সেণ্ট জোসেফের সহস্রাধিক  ছাত্র ছাত্রী সহ গির্জার উপাসনাকারী ও স্থানীয় তিন তিনটি গ্রামে বাসিন্দারা নিত্যদিন এমন দুর্ভোগের শিকার।নির্বাচন এলেই প্রতিশ্রুতির বন্যা শুনতে পাওয়া যায়, পরমুহূর্তেই সব বেমালুম ভূলে যান জনপ্রতিনিধিরা। স্কুল ও গির্জা কর্তৃপক্ষ সহ আশপাশের বাসিন্দারা বিগত পাঁচ বৎসর থেকে স্বানীয় কংগ্রসি বিধায়ক জামাল উদ্দিন আহমদের দরজায় বার বার কড়া নাড়ার পরও তিনি সম্পুর্ণ উদাসীন। আশার বাণীর পরিবর্তে উল্টো বকাবকি শুনে বিধায়কের দরবার থেকে ঘরে ফিরতে হয়েছে। অভিযোগকারীদের কোনোও উপায় না পেয়ে করিমগঞ্জের তাৎকালিন জেলাশাসক ও বর্তমান জেলাশাসককে বারবার  স্বারকপত্রের মাধ্যমে লিখিত অভিযোগ দিয়েও কিছুই লাভ হয়নি। এনিয়ে ক্ষোভে ফুসছেন দুর্ভোগের শিকার হওয়া ভুক্তভোগীরা। গ্রামের বাসিন্দারা সহ স্কুল ও গির্জা কর্তৃপক্ষ অভিযোগ করে তারা বলেন যে স্থানীয় বিধায়ক জামাল উদ্দিনের উপর সম্পূর্ণভাবে আস্থা হারিয়েছেন তারা। পকেটের টাকা খরচ করে হলেও রাস্তার কাজ করবেন, কিন্তু বিধায়ককে বদরপুর শহরে ঢুকতে দেওয়া হবে না।নির্বাচনের প্রস্তুতি আগামী দিনে টের পাবেন জামাল।

No comments: