ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা - Barak Bangla News

Breaking

Dec 16, 2017

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.৫। ভূপৃষ্ঠ থেকে ৯১ কিমি নিচে ছিল ভূমিকম্পের উত্‍সস্থল। এমনটাই জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।
স্থানীয় সময় রাত ১১.৪৭ নাগাদ ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। জাভার একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও ঘণ্টা দুয়েক পরে তা তুলে নেওয়া হয়।
ভূমিকম্প অনুভূত হতেই বাড়িতে থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। উপকূল এলাকা থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন অনেকেই। ফলে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
ভূমিকম্পের জেরে পশ্চিম জাভায় বছর ৬২-র এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যা জানা না গেলেও, বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ওই একই এলাকা থেকে। জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপত্র সুতপ পুরও নুগ্রহ। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে বহু বাড়ি ভেঙে পড়েছে। সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন জাভার বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বসত বাড়ি ছাড়াও অন্য বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
রাজধানী জাকার্তা এবং অন্য শহরগুলিতে প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
সেন্ট্রাল জাভার শহর বানুমাসের হাসপাতালও প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে রোগীদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
source: oneindia

No comments: