হিংসা নয়, কুরআন শান্তি ও সম্প্রীতির বার্তা দেয় , তাই কোরানের শান্তির বাণী অনুসরণ করতে যুবকদের আহবান জানালেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। শুক্রবার তিনি সেনাবাহিনী আয়োজিত জাতীয় সংহতির এক অনুষ্ঠান উপলক্ষে জম্মু-কাস্মীর থেকে দিল্লীতে আগত ২৫ জন মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে আলোচনা করতে গিয়ে তাদের এই বার্তা দেন।
পবিত্র ধর্মগ্রন্থে কোথাও হিংসার প্রচার নেই বলেও মন্তব্য করেন তিনি। নিজের কার্য্যালয়ে কাশ্মীরী ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি ক্রিকেট, ফুটবলের মতো খেলাধূলায় সামিল হয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। সেনাপ্রধান ছাত্রদের জিজ্ঞেস করেন, আপনাদের মধ্যে কজন পবিত্র কোরান পড়েছেন? আমি আপনাদের বলতে চাই, কুরানে শান্তি ও সম্প্রীতির বাণী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে আইসিস যে এত সন্ত্রাসী কান্ড ঘটাচ্ছে তা কোরানের কোথাও নেই। সুতরাং পবিত্র কোরানের বাণীই সকলেই মেনে চলুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment