মিজোরামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর - Barak Bangla News

Dec 16, 2017

demo-image

মিজোরামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

narendra-modi-mizoram-620x330
মিজোরামকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার একদিনের উত্তর-পূর্ব সফরে আইজলে নিপকোর এক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। পর্যটন শিল্পের প্রসারে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ হাতে নিয়েছে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে, বাঁশের চাষ ও বিক্রি সম্পর্কিত আইনি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে বাশ চাষীদের নিজের জমিতে উৎপাদিত বাশ বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতী নিতে হত। কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই আইনি জটিলতা দূর করতে চলেছে। ফলে ভবিষ্যতে বাশ চাষ, বাশ নিয়ে যাওয়ার পারমিট, লাইসেন্স ইত্যাদি লাগবে না। এতে এই অঞ্চলের বাঁশ চাষীরা উপকৃত হবেন। উল্লেখ্য, এদিন আইজলে প্রধানমন্ত্রী নিপকোর কলাশিবের একটি হাইড্রো থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। এরপর শিলং অভিমুখে আকাশে উড়েন। ওখানে শিলং-তুরা সড়ক পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Pages

Contact Form

Name

Email *

Message *