সরস্বতী পুজোয় পাটনায় কলেজ হস্টেলে অশ্লীল নাচ - Barak Bangla News

Breaking

Jan 23, 2018

সরস্বতী পুজোয় পাটনায় কলেজ হস্টেলে অশ্লীল নাচ

সরস্বতী পুজোর রাতে পাটনার বি এন কলেজের হস্টেলে অশ্লীল নাচ হয়েছে। এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এর জেরে বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।


গতকাল ছিল সরস্বতী পুজো। কলেজের হস্টেলে পুজোর আয়োজন করা হয়েছিল। দিনে পুজো হলেও রাতে বাইরে থেকে নর্তকী এনে হস্টেলে শুরু হয় অশ্লীল নাচ। নাচের অনুষ্ঠানে পিস্তল থেকে গুলি ছুঁড়ে উল্লাস প্রকাশ করে ছাত্রদের একাংশ। এদিন যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে হস্টেলে তারস্বরে গান বাজিয়ে চলছে অশ্লীল নাচ। ছাত্রদের একাংশ পিস্তল থেকে গুলি ছুঁড়ে উল্লাস প্রকাশ করছে।
কলেজের শিক্ষকদের একাংশের অভিযোগ, এমন ঘটনা নাকি প্রথম নয়। হস্টেলে এর আগেও সরস্বতী পুজোর নামে নাকি এমন অশ্লীল কার্যকলাপ চলেছে ।
http://bangla.eenaduindia.com

No comments: