মোদির আমলে আম আদমির সুরাহা হয়নি, ধনী আরও ধনী হয়েছে - Barak Bangla News

Breaking

Jan 23, 2018

মোদির আমলে আম আদমির সুরাহা হয়নি, ধনী আরও ধনী হয়েছে

ওয়েবডেস্ক:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশে সম্পদের অসম বণ্টন হয়েছ বলে জানালো একটি আন্তর্জাতিক সমীক্ষা। মানে ধনী আরও ধনী হয়েছে। তাদের হাতেই দেশের সম্পদ জমা হচ্ছে। অক্সফাম ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে উৎপাদিত সম্পদের ৭৩ শতাংশই কুক্ষিগত হয়েছে মাত্র এক শতাংশের হাতে। বলার অপেক্ষা রাখে না, এই এক শতাংশের মধ্যে নেই আম আদমি। আরও ভয়াবহ হল, ৬৭ কোটি গরিব ভারতীয়ের হাতে এসেছে মাত্র এক শতাংশ সম্পদ। রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে ধনী এক শতাংশের হাতে ২০১৭ সালে ২০.‌৯ লক্ষ কোটি টাকার সম্পদ বেড়েছে। যা দেশের ২০১৭–১৮ সালের কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের সমান।
 বিশ্বের সঙ্গে তুলনা করে ভারতের অবস্থা ‘‌ভাল’‌ বলে জানাচ্ছে ওই সমীক্ষা। কারণ, গত বছর বিশ্বের উৎপাদিত মোট সম্পদের ৮২ শতাংশ চলে গিয়েছে এক শতাংশ ধনীর হাতে। আর ৩৭০ কোটি মানুষের কোনও সম্পদ বাড়েনি। আগের বছর ২০১৬ সালে কিন্তু সম্পদের বণ্টনের দিক দিয়ে ভারতের পরিসংখ্যান অনেক ভদ্রস্থ ছিল। এক শতাংশ ধনীর হাতে জমা পড়েছিল ৫৮ শতাংশ সম্পদ। বিশ্বের হারের থেকে যা ছিল অনেক বেশি।

No comments: