অগ্নিগর্ভ দেশ, আজ মুক্তি পদ্মাবতের - Barak Bangla News

Breaking

Jan 25, 2018

অগ্নিগর্ভ দেশ, আজ মুক্তি পদ্মাবতের


ওয়েবডেস্ক:‌ গোটা দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত ছবি পদ্মাবত। যদিও স্বমহিমাতেই রয়েছে রাজপুত করনি সেনা।  ইতিমধ্যেই তারা হুমকি দিয়েছে, যে কোনও উপায়ে পদ্মাবতের মুক্তি আটকে দেওয়া হবে।  চেষ্টার কসুরও করছে না তারা। রাস্তায় নেমে বাসে ভাঙচুর চালানো হয়েছে গুরুগ্রামে। পোড়ানো হয়েছে গাড়ি। রেহাই পায়নি পড়ুয়াদের স্কুলবাস। জানানো হয়েছে গুরুগ্রাম ও নয়ডায় রবিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত। হুমকি দেওয়া হচ্ছে হল মালিক ও সাধারণ মানুষদের। গুরুগ্রামের বজিরপুর–পতৌদি রোডের ওপর অবরোধ করে। আবার সোহনা রোড এবং দিল্লি–জয়পুর সড়কও অবরোধ করা হয়। হাইওয়ে আটকে দেয় তারা। একইভাবে আটকে দেওয়া হয় গুরুগ্রামের সোহনা রোড, ছোঁড়া হয় ইটপাটকেল। মথুরায় রেল অবরোধ করা হয়। জম্মুর ইন্দ্রা সিনেমা হলের টিকিট কাউন্টারে ইট ছুঁড়ে কাচ ভেঙে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনও ঝামেলার খবর মেলেনি।

No comments: