প্রয়াত অধ্যাপক প্রভাংশু দত্তের স্মরণে শোক সভা এনসি কলেজে - Barak Bangla News

Breaking

Jan 23, 2018

প্রয়াত অধ্যাপক প্রভাংশু দত্তের স্মরণে শোক সভা এনসি কলেজে

Mustazir zakkar

বাবরী মসজিদ ধ্বংসের সময়ে জাতীয় ঐক্য রক্ষায় প্রভাংশু বাবুর ভূমিকা চির স্মরণীয় : অভিমত

জন্মিলেই মরিতে হয়, এটাই বিধির বিধান । কিন্তু এ সমাজে কিছু ব্যক্তিত্ব মৃত্যুর পরও জীবিত থাকেন স্মৃতির ধরায় । এসব ক্ষণজন্মা মহামানবদের মধ্যে ছিলেন  প্রাক্তন অধ্যাপক প্রয়াত প্রভাংশু দত্ত । আজ বদরপুর নবীন চন্দ্র মহাবিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় অধ্যাপক প্রভাংশু দত্তের স্মরণে এমনটাই মত ব্যক্ত করলেন তার সহ কর্মী সহ বিশিষ্ট জনেরা। অধ্যক্ষ ড° মর্তুজা হুসেনের পৌরহিত্যে অনুষ্টিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভাংশু বাবুর কর্ম জীবন থেকে আরম্ভ করে রাজনৈতিক জীবন, সামাজিক জীবনের প্রতিটি দিক নিয়ে আলোকপাত করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিশীথ রঞ্জন দাস। প্রয়াত প্রভাংশু দত্তের প্রয়ানে এই সমাজের যে কত বড় ক্ষতি হয়েছে তা বিশ্লেষণ করতে করতে এক সময়ে আবেগিক হয়ে পড়েন নিশীথ বাবু। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্যে আর এক প্রাক্তন অধ্যক্ষ ড° শিবতপন বসু জানান প্রভাংশু দত্ত ছিলেন সৎ, নিষ্টাবান ও ভ্রাতৃত্বের এ বাস্তব উদাহরণ । তার মতে শুভাংশু দত্তের প্রয়ানে ছাত্ররা একজন আদর্শ শিক্ষককে হারিয়েছেন। এছাড়াও তিনি সদা সর্বদা বিভিন্ন সংস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার পাশাপাশি অপকর্ম ও ভ্রষ্টাচারের গর্জে উঠতেন বলে মত প্রকাশ করেন ড° মর্তুজা হুসেন সহ অন্যান্যরা। পরিশেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিটের নিরবতার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments: